ওয়ালশের পাশে হোল্ডার

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 19:26:25

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন জেসন হোল্ডার। ২৩-৫-৫৬-৫! হায়দারাবাদে ভারতের ১ম ইনিংসে গড়া এই বোলিং ফিগারটাই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের নামের পাশে যোগ করেছে অনেক প্রাপ্তি। ভারতকে ৩৬৭ রানে অলআউট করে দিতে বড় ভুমিকা রেখেছেন তিনি। একইসঙ্গে নিজের নামটাও নিয়ে গেছেন কিংবদন্তিদের পাশে।

ইতিহাস জানাচ্ছে- সেই ১৯৯৪ সালের পর আবারো ভারতে কোন ক্যারিবিয়ান পেসার পেলেন ৫ উইকেট। কেনি বেঞ্জামিনের সবশেষ বার তুলেছিলেন এক ইনিংসে ৫ উইকেট। তারপর ভারতের মাঠে হতাশই হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। কিন্তু রোববার হোল্ডার সেই বিরলতম কীর্তি গড়লেন।

অবশ্য বর্তমান সময়টাই ভাল যাচ্ছে ক্যারিবিয়ান টেস্ট অধিনায়কের। ২০১৮ সালে এবার নিয়ে চারবার পাঁচ উইকেট পেলেন হোল্ডার। এর আগে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের বর্তমান বোলিং কোচ ২০০০ সালে প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে এক পঞ্জিকাবর্ষে চারবার নেন পাঁচ উইকেট। একইসঙ্গে পঞ্চম অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন তিনি।

২০১৮ সালে হোল্ডারের টেস্টে বোলিং গড় ১১.৮৭! যা কীনা সবশেষ ১০০ বছরে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৩০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা। ৬ টেস্টে খেলে এ বছর তার শিকার ৩৩ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর