বিলাল-আব্বাসের সামনে অসহায় অস্ট্রেলিয়া

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:04:17

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুবাই টেস্টে একইভাবে দাপট পাকিস্তানের। যেখানে মোহাম্মদ হাফিজ আর হ্যারিস সোহেল তুলে নিয়েছেন সেঞ্চুরি সেখানেই রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত ফলোঅনেই পড়ে যায় অজিরা। তবে তাদের ফলোঅন করান নি সরফরাজ আহমেদ।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৮২ রানের জবাবে মঙ্গলবার মাত্র ২০২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে পাকিস্তান তুলেছে ৩ উইকেটে ৪৫ রান। উইকেটে আছেন ইমাম-উল-হক ২৩ রানে।

সরফরাজ আহমেদের দলের এখন লিড ৩২৫ রান। সব মিলিয়ে জয়ের কাজটা মোটামুটি সেরেই নিয়েছে পাকিস্তান।

বোলারদের দাপটেই এমন লিড পেয়েছে পাকিস্তান। চমক দেখিয়েছেন বোলিং অ্যাকশন শুধরে প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামা ৩৩ বছর বয়সী বিলাল আসিফ। টেস্ট দলে ফিরেই এই স্পিনার চমক দেখালেন। অথচ অ্যারন ফিঞ্চ ও উসমান খাজার উদ্বোধনী জুটিতে পাকিস্তান পেয়েছিল ১৪২ রান। কিন্তু বিলালের ম্যাজিকে উড়ে যায় পরের ব্যাটসম্যানরা। ৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটি টেস্ট অভিষেকে পাকিস্তানের কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং। ইতিহাস জানাচ্ছে, টেস্ট ক্রিকেটে গত ৫০ বছরে বিলাল আসিফই সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার যিনি অভিষেকে এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। 

এদিকে টেস্ট অভিষেকে সাফল্য পেলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফ্রিঞ্চ। ১৬১ বলে তিনি করেন ৬২ রান। আর খাজা ৮৫ রানে ফিরেন। দু'জন ছাড়া অন্য অজি ব্যাটসম্যানদের খুঁজে পাওয়া যায়নি। ৬০ রানে শেষ ১০ উইকেট!

বিলাল ম্যাজিকের পাশাপাশি মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস ১৯ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট। এই দুই বোলারের সামনে অসহায় আত্মসমর্পন করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ৪৮২/১০ ও ২য় ইনিংস: ১৬.২ ওভারে ৪৫/৩ (ইমাম ২৩*, হাফিজ ১৭, বিলাল ০, আজহার ৪; লায়ন ১/২৩, হল্যান্ড ২/৯)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩.৩ ওভারে ২০২/১০ (খাজা ৮৫, ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, পেইন ৭, সিডল ১০, লায়ন ৬, হল্যান্ড ০*; আব্বাস ৪/২৯, বিলাল ৬/৩৬)।

এ সম্পর্কিত আরও খবর