বড় লিডের স্বপ্নে রাজশাহী

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:22:26

রাজশাহীর মাঠে এই ম্যাচের ওপর চোখ রেখেছেন নির্বাচকরা। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য দল নির্বাচনে রাজশাহী-রংপুরের ম্যাচের পারফরমেন্স নির্বাচকদের অনেক কাজে লাগবে। তবে ওয়ালটন জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচের প্রথমদিনে কোন ক্রিকেটারই তেমনভাবে নিজেকে চেনাতে পারেননি। টসে হেরে ব্যাটিংয়ে নামা রংপুরের প্রথম ইনিংস শেষ মাত্র ১৫১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। প্রথম রাউন্ডের শেষ ইনিংসে সেঞ্চুরির সেই রেশটা এই ম্যাচেও দেখাতে সক্ষম হন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান। আগের রাউন্ডের ডাবল সেঞ্চুরিয়ান আরিফুল এবার সিঙ্গেল ডিজিটেই আউট।

ওপেনার লিটন দাসের প্রথম ইনিংসও শেষ ১৭ রানে। দিনের শেষভাগে বরং রাজশাহীর দুই ওপেনারের ব্যাটিংই যা একটু হাততালি পেল। দ্বিতীয়দিনে এখন নাজমুল হোসেন শান্তর ব্যাটের দিকেই চোখ রাখছেন নির্বাচকরা। অপরাজিত ৩৯ রান নিয়ে দিনটা শেষ করেন নাজমুল। সঙ্গী ওপেনার মিজানুর খেলছেন হার না মানা ৫৯ রান নিয়ে। কোন উইকেট না হারিয়ে ৯৯ রান রান তুলে ফেলেছে রাজশাহী। নিজ মাঠে রাজশাহী প্রথম ইনিংসে এখন বড় লিডের স্বপ্ন দেখছে।

সংক্ষিপ্ত স্কোর: (১ম দিন শেষে) রংপুর ১ম ইনি: ১৫৫/১০ (৫৯.৪ ওভারে, নাঈম ৬০, সোরওয়ার্দি শুভ ২৯, ফরহাদ ৩/৩৯, মহোর ৩/৩৭)। রাজশাহী ১ম ইনিং: ৯৯/০ (২৭ ওভারে, নাজমুল হোসেন শান্ত ৩৭*, মিজানুর ৫৯*)।

এ সম্পর্কিত আরও খবর