মেসিদের জিততে দেয়নি ভ্যালেন্সিয়া, এমবাপের ৪ গোল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:21:57

স্প্যানিশ লা লিগায় হঠাৎ করেই পথ হারিয়েছে ফেভারিটরা। আগের দিনই আলাভেস আটকে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। রোববার হোঁচট খেলো আরেক জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লা লিগার ম্যাচে রোববার রাতে ১-১ গোলে ড্র হয়েছে বার্সা-ভ্যালেন্সিয়ার লড়াই।

উত্তেজনা ছড়ানো ম্যাচে এসকুয়েল গারায়ের গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া। তারপর ম্যাচে সমতা ফেরান কাতালান ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।

নিজেদের মাঠে মেসিদের নজরবন্ধী করে রেখেছিল ভ্যালেন্সিয়া। অার নিজেরাও খেলে গেছে দাপুটে ফুটবল। তারই পথ ধরে খেলার শুরুতেই (২য় মিনিট) এগিয়ে যায় তারা। গারায়ের গোল উৎসবে ভাসায় স্বাগতিক দর্শকদের।

অবশ্য সমতা ফেরাতে খুব একটা সময় নেয়নি বার্সা। ২৩তম মিনিটে সতীর্থ লুইস সুয়ারেজের সাহায্য নিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান মেসি। ফর্মে থাকা এই প্লেমেকারের এটি এবার লা লিগায় ৬ নম্বর গোল। আর মৌসুমে ১১তম।

এরপর আর নিশানা খুঁজে পায়নি বার্সা। বরং এলোমেলো ফুটবল খেলে হতাশায় পুঁড়িয়েছেন ভক্তদের। একের পর এক সুযোগ নষ্ট করে হারিয়ে পয়েন্ট। এ অবস্থায় ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে সেভিয়া এখন শীর্ষে। তাদের পয়েন্ট ১৬।

আতলেতিকো মাদ্রিদ ১৫ পয়েন্ট গোল ব্যবধানে পিছিয়ে আছে তিন নম্বরে। এক পয়েন্ট কম নিয়ে এরপরই আছে রিয়াল মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ভালেন্সিয়া।

এদিকে ফরাসি লিগ ওয়ানে অসাধারন ফুটবলের পসরা সাজিয়েছিলেন রোববার রাতে কিলিয়ান এমবাপে। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিশ্বকাপ জয়ী তারকা হ্যাটট্রিকসহ করেন ৪ গোল। এরই পথ ধরে লিঁওকে তারা হারাল ৫-০ গোলের বড় ব্যবধানে।

ম্যাচে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর হিসাব করেই এক হালি গোল করেছেন এমবাপে। এবারের লিগে এই ফরোয়ার্ড এখন পর্যন্ত করলেন আট গোল।

আর ফরাসি ফুটবল লিগে নয় ম্যাচেই জিতে পিএসজির অর্জন ২৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে এরপরই আছে মার্সেই।



এ সম্পর্কিত আরও খবর