রাজকোটে উইন্ডিজের বড় হার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 00:42:38

ধারণার বাইরে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তিনদিনেই হেরে গেল তারা রাজকোট টেস্ট। তাও আবার বিশাল ব্যবধানে, ইনিংস ও ২৭২ রানে। ভারতের বিপক্ষে টেস্টে এটাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। দুই টেস্ট সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে।

তৃতীয়দিনের সকালটা কিছুটা স্বস্তির সঙ্গেই কাটছিল উইন্ডিজের। রোস্টন চেজ ও কিমো পল প্রতিরোধ গড়ে তুলছিলেন। কিন্তু সেই জুটি ভাঙ্গতেই হুড়মুড়িয়ে শেষ প্রথম ইনিংস ১৮১ রানে। ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হয়। ওপেনার কাইরন পাওয়েল ৮৩ রানের ইনিংস খেলেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে তাকে কেউ সমর্থন যে দিতে পারলেন না। দিনের শেষ সেশনে ১৯৬ রানে গুটিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০০ ওভারও ব্যাট করতে পারেনি। শুধু তৃতীয়দিনেই ক্যারিবীয়রা হারায় ১৪ উইকেট! দ্বিতীয় ইনিংসে উইকেট শিকারের আনন্দে মেতে উঠেন ভারতের দুই স্পিনার কুলদ্বীপ যাদব ও রবিন্দু জাদেজা।

য়নাম্যান কুলদ্বীপ ৫৭ রানে পান ৫ উইকেট। রাজকোটে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া রবিন্দু জাদেজা শিকার করেন ৩৫ রানে ৩ উইকেট।

অভিষেক টেস্টে সেঞ্চুরির সুবাদে পৃথ্বী শ ম্যাচসেরা হন। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১২ অক্টোবর, হায়দরাবাদে।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনি: ৬৪৯/৮ (১৪৯.৫ ওভারে, পৃথ্বী শ ১৩৪, কোহলি ১৩৯, জাদেজা ১০০*, বিশু ৪/২১৭)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনি: ৯৬/৬ (৪৮ ওভারে, রোস্টেন চেজ ৫৩, কিমো পল ৪৭, সামি ২/২২, অশ্বিন ৪/৩৭)। ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনি: ১৯১/১০ (৫০.৫ ওভারে, কাইরন পাওয়েল ৮৩, চেজ ২০, কুলদ্বীপ ৫৭/৫, জাজেদা ৩/৩৫)। ফল: ভারত ইনিংস ও ২৭২ রানে জয়ী। ম্যাচসেরা: পৃথ্বী শ।

এ সম্পর্কিত আরও খবর