উল্টো যাত্রায় বাংলাদেশ নারী ক্রিকেট দল!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 12:50:49

চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে শব্দটা শোনা গিয়েছিল বেশ জোরে সোরে-‘ হোয়াইটওয়াশ’!

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার একটা সুপ্ত ইচ্ছে নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে হোয়াইটওয়াশ ঠিকই হলো একটা দল। দুঃখজনক বিষয় হল- সেই দলটাই যে বাংলাদেশ!

চার ম্যাচের সিরিজের প্রথমটা বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। বাকি তিন ম্যাচে বাংলাদেশ নারী দল পাত্তাই পায়নি। তিন ম্যাচে কোন প্রতিদ্ব›িদ্বতাই গড়তে পারেনি বাংলাদেশ। দাপুটে ভঙ্গিতে সব ম্যাচ জিতেছে পাকিস্তান। সিরিজের সর্বশেষ চতুর্থ ম্যাচেও শনিবার, ৬ অক্টোবর সেই একই কাহিনী। পাকিস্তান জয়ী ৭ উইকেট এবং ৩১ বল হাতে রেখে।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল যেন জিততেই ভুলে গেছে। সেই টুর্নামেন্ট জেতার পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী দল কোথায় প্রতিপক্ষকে উড়িয়ে দেবে; তা না, উল্টো নিজেরাই উড়ে গেল সব ম্যাচে! হঠাৎ যেন উল্টো যাত্রায় হাঁটছে বাংলাদেশ নারী দল!

এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং বেছে নেয়। এবং যথারীতি আরেকবার ব্যাটিং ব্যর্থতার সেই পুরানো গল্পগাঁথা! ১০ ওভার শেষ হওয়ার আগেই দলের পাঁচ উইকেট নেই। স্কোরবোর্ডে সঞ্চয় তখন মামুলি ৩২ রান। টেনেটুনে ইনিংস সামনে নিয়ে যাওয়ার সেই সংগ্রামে কিছুটা সাহস দেখায় রুমানা আহমেদের ব্যাট। ৩১ বলে ২৪ রান করেন রুমানা। দ্বিতীয় সেরা ১৪ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে। দলের বাকি সবাই সিঙ্গেল ডিজিটে আউট! ৭৭ রানে শেষ হওয়া বাংলাদেশের ইনিংসে স্বস্তি শুধু একটাই- কোটার পুরো ২০ ওভার খেলা হল!

রান তাড়ায় নামা পাকিস্তান দল শুরুতে ওপেনার আয়েশা জাফরের উইকেট হারালেও সেই ক্ষতিটা বাড়তে দেননি সিরিজে ইনফর্ম ব্যাটসম্যান নাহিদা খান ও অধিনায়ক জাভেরিয়া খান। নাহিদা করেন ১৭ রান। আর পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া ২৯ বলে ৫ বাউন্ডারিতে ৩৬ রান তুলে নেন। মুনিবা আলীর ব্যাট হাসে অপরাজিত ১৮ রানে।

৩-০ তে টি-টুয়েন্টি সিরিজ জয়ী পাকিস্তান নারী দল একই মাঠে আগামী ৮ অক্টোবর ওয়ানডে ম্যাচে খেলবে বাংলাদেশের বিপক্ষে। টি-টুয়েন্টির দুঃখ কি ভুলতে পারবে বাংলাদেশ নারী দল সিরিজের একমাত্র ওয়ানডেতে?

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৭৭/১০ (২০ ওভারে, রুমানা ২৪, ফাহিমা ১৪, নাতালিয়া ৩/২০, ডায়না ২/১২, সানা মীর ২/১০)।পাকিস্তান: ৭৮/৩ (১৪.৫ ওভারে, নাহিদা ১৭, জাভেরিয়া ৩৬, মুনিবা ১৮*, সালমা ১/১৩)। ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী। সিরিজ: চার ম্যাচের সিরিজে পাকিস্তান ৩-০ তে জয়ী।

এ সম্পর্কিত আরও খবর