মেসির জোড়া গোল, আরেকটি জয় বার্সার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:46:45

বার্সেলোনার লিওনেল মেসিকে আটকানোর সাধ্য আছে কার?

সত্যিই কাতালান ক্লাবটির জার্সিতে বরাবরই অপ্রতিরোধ্য তিনি। তারই ধারাবাহিকতা দেখা গেল বুধবার রাতেও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে উজাড় করে দিলেন নিজেকে। করলেন দুটো গোল। আবার গোলের উৎসও তৈরি করে দিলেন সতীর্থদের।

তারই পথ ধরে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সহজেই জিতেছে বার্সা। ওয়েম্বলিতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল।

বার্সার হয়ে অন্য দুটি গোল করেছেন ফিলিপে কৌতিনিয়ো ও ইভান রাকিতিচ।

ম্যাচ শুরু হতে দর্শকরা আসনে ঠিকঠাক মতো বসার আগেই পিছিয়ে পড়ে টটেনহ্যাম। দোষটা অবশ্য তাদের গোলকিপারের। মেসির পাস ধরে যখন বল জালে পাঠান কৌতিনহো, তখন খেলার মাত্র এক মিনিট ৩২ সেকেন্ড। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিতিচ। এই গোলের উৎসটাও মেসির গড়ে দেওয়া। তার বাড়ানো পাস পেয়ে কৌতিনহো দেন রাকিটিচকে। তিনি ভুল করেন নি!

৪৭তম মিনিটে গোল পেতে পারতেন মেসি। কিন্তু পোস্টে লেগে বল ফিরে আসে। তিন মিনিট পর একইভাবে ভাবে গোলকিপার আর ডিফেন্ডারদের হারালেও একইভাবে তার সামনে বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

এরমধ্যে ৫২তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টটেনহ্যাম। ব্যবধান কমান হ্যারি কেইন। তবে চার মিনিট পর ঠিকই নিশানা খুঁজে নেন মেসি। তার গোলে স্বস্তি ফিরে কাতালান শিবিরে। কিন্ত ৬৬তম মিনিটে এরিক লামেলা অনেকটা ভাগ্যগুণেই গোল পেয়ে যান। তার শট সেন্টারব্যাক ক্লেমোঁ লংলের গায়ে চলে যায় বার্সার জালে। এটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ৮,০০০তম গোল।

খেলার শেষ বাঁশি বেজে উঠার কিছুক্ষণ আগে আবারো লক্ষ্যভেদ করেন মেসি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির এটি পঞ্চম গোল। টুর্নামেন্টে সব মিলিয়ে ১০৫ নম্বর গোলটি পেলেন বার্সার অধিনায়ক।

এ অবস্থায় দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। পিএসভিকে ২-১ গোলে হারিয়ে ইন্টার মিলান সমান ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে আছে এরপরই।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপে মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমু্ড। ব্রুজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ‘সি’ গ্রুপে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে গোল উৎসব (৬-১) করেছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন নেইমার। ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে চমক দেখাল নেপোলি।




এ সম্পর্কিত আরও খবর