টোকিও অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:53:41

টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে না উত্তর কোরিয়া। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তম এ আসর থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে দূর প্রাচ্যের দেশটি। করোনার ভয়ে প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া খবরটি মঙ্গলবার জানালেও সিদ্ধান্ত নিয়েছে আগেই। ২৫ মার্চের এক বৈঠকে উত্তর কোরিয়ার ন্যাশনাল অলিম্পিক কমিটি এ সিদ্ধান্ত নেয়। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট জানিয়েছে, ‘ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি থেকে অ্যাথলিটদের সুরক্ষিত রাখতে’ অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছে তাদের প্রতিনিধি দল।

১৯৮৮ সালের পর এই প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক মিস করতে যাচ্ছে উত্তর কোরিয়া। অলিম্পিকের সেই আসর বসেছিল তাদের বৈরী প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে।

নাজুক পাবলিক হেলথ সিস্টেমের জন্য কোরিয়া উপদ্বীপের দেশটি গত বছরের শুরু থেকেই করোনার সংক্রমণ রুখতে কঠোর বিধি-নিষেধ আরোপ করে। বন্ধ করে দেয় বর্ডার।

গত বছর হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু করোনা মহামারীর কারণে সেটা পিছিয়ে চলতি বছরের জুলাইতে চলে এসেছে আসরটি।

এ সম্পর্কিত আরও খবর