ম্যানইউর হোঁচটের দিনে লিভারপুলের অনায়াস জয়

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:56:32

একেই বলে পঁচা শামুকে পা কাটা! গোল উৎসবের মেজাজে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেই দলটিকেই কীনা চমকে দিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নতুন দলটির সঙ্গে শনিবার ১-১ গোল ড্র করেছে ম্যানইউ।

তবে একই দিন সহজেই জিতেছে লিভারপুল। তারা ৩-০ গোলে হারিয়েছে সাউথ্যাম্পটনকে। এনিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে দলটি। আবার আরেক ম্যাচে কার্ডিফ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরা ম্যানইউের বিপক্ষে দুর্দান্ত খেলেই পয়েন্ট তুলে নিয়েছে উলভারহ্যাম্পটন। এর আগে এভাবেই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকেও আটকে (১-১) দিয়েছিল তারা।

১৮তম মিনিটে ফ্রেডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। পল পগবার পাস থেকে বল পেয়ে ব্যবধান গড়ে দেন তিনি। তবে খেলার ৫২তম মিনিটে ম্যাচে ফিরে মিডফিল্ডার জোয়াও মৌতিনিয়ো গোল দুশ্চিন্তায় ফেলে দেয় রেড ডেভিলদের। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এ অবস্থায় প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে ৩ জয় ও এক ড্রতে ম্যানইউর পয়েন্ট ১০। উলভারহ্যাম্পটনের অর্জন তাদের চেয়ে এক পয়েন্ট কম।

অন্যদিকে দাপটে এগিয়ে যাচ্ছে লিভারপুল। টানা ৬ জয়ে তাদের পয়েন্ট ১৮। লিগের শীর্ষে আছে অলরেডরাই। সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের দশম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে তারা। এরপর সহজেই জয়ের পথ খুঁজে নেয় দলটি।

খেলার ২১ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েল মাতিপ। পরের গোলটি দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর।

ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে ৫-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি উঠে এসেছে দ্বিতীয়স্থানে। তাদের অর্জন ১৬ পয়েন্ট। ম্যাচে ৩২ মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। পরের গোল চারটি করেন যথাক্রমে ব্রের্নােডা সিলভা, ইকাই গোনেডাগান। আর রিয়াদ মাহারেজ করেন দুটি গোল।

এ সম্পর্কিত আরও খবর