জয় নিয়েই মাঠ ছাড়ল বার্সেলোনা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 20:13:33

মনে হচ্ছিল প্রতিপক্ষের মাঠ থেকে হয়তো মাথা নীচু করেই ফিরতে হবে লিওনেল মেসিদের। শুরুতে পিছিয়েও পড়েছিল। কিন্তু শেষটাতে ঠিকই দাপট থাকল বার্সেলোনার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ম্যাজিকে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে কাতালানরা।

শনিবার স্প্যানিশ লা লিগায় ২-১ গোলে সোসিয়েদাদকে হারিয়েছে বার্সা।

প্রতিপক্ষের মাঠ বলেই কীনা কে জানে, ম্যাচে কিছু বুঝে উঠার আগেই ধাক্কা খায় বার্সেলোনা। খেলার ১২তম মিনিটে লিড নেয় সোসিয়েদাদ। আরিৎস এলুসতোন্দোর গোলে আনন্দে ভাসেন গ্যালারির দর্শকরা।

এরপর প্রথমার্ধ শেষের ২ মিনিট আগে পেনাল্টি পেতে পারতো বার্সেলোনা। ডি বক্সে মিডফিল্ডার রুবেন পার্দো ফেলে দেন জেরার্ড পিকেকে। বার্সার ফুটবলারদের পেনাল্টির আবেদনের পর ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন রেফারি। শেষ পর্যন্ত পেনাল্টি পায়নি মেসির দল।

তবে ৬৩তম মিনিটে ঠিকই নিশানা খুঁজে নেয় অতিথিরা। জেরার্ড পিকের হেড এসে পড়ে সোসিয়েদাদের গোলমুখে। এক পর্যায়ে বলে আসে লুইস সুয়ারেসের নিয়ন্ত্রণে। গোল করতে ভুল করেন নি তিনি।

৬৬তম মিনিটে বার্সা পেয়ে যায় জয়সূচক গোল। উসমান দেম্বলের গোলে হাসিমুখে মাঠ ছাড়ে লা লিগার চ্যাম্পিয়নরা। লা লিগায় দিনের আরেক ম্যাচে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। তাদের অর্জন পয়েন্ট ৫। আর ৪ ম্যাচে চার জয়ে কাতালানদের পয়েন্ট ১২।

এ সম্পর্কিত আরও খবর