জিততে পারল না মেসিহীন আর্জেন্টিনা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 08:44:42

আগের প্রীতি ম্যাচেই লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে অনায়াস জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। গুয়াতেমালকে ৩-০ গোলে হারানোর পর এবার ধাক্কা খেলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক প্রীতিম্যাচে কলম্বিয়া আটকে দিয়েছে তাদের। নতুন কোচ লিওনেল স্কালোনির দল শত চেষ্টাতেও ফাটল ধরাতে পারেন নি কলম্বিয়ার রক্ষণভাগে।

শেষ পর্যন্ত নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

অবশ্য আগের প্রীতি ম্যাচের দলে কিছুটা পরিবর্তনও এনেছিলেন স্কালেনি। মাউরো ইকার্দি আর পাওলো দিবালা দু'জনকেই মাঠে নামার সুযোগ দেন তিনি। দলটাও বেশ ভাল ফুটবল উপহার দিয়েছে। কিন্তু দেখা মিলেনি গোলের। আরেকটু সরাসরি বলা যায় কলম্বিয়ান গোলকিপার ডেভিড আসপিনা প্রাচীর তুলে দাঁড়িয়েছিলেন গোলপোস্টের নীচে।

একের পর এক আক্রমণ নশ্চাৎ করে তিনি। আবার বিশ্বকাপের সেই নড়বড়ে রক্ষণভাগেরও চোখে পড়েনি আর্জেন্টিনার। নিকোলাস তাগলিয়াফিকো, রামিরো ফুনেস মোরি, জার্মান পাসেলারা বেশ আস্থার পরিচয় দিয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের সামাল দিয়েছেন। অথচ রক্ষণ দুর্বলতার কারণেই রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা।

সেই ধাক্কা সামলে উঠতে শুরু করেছে লাতিন এই দেশটি। অবশ্য দলের সেরা তারকা লিওনেল মেসি ফের ফিরবেন কীনা তা অনিশ্চিত। তাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন কোচ লিওনেল স্কালেনি। মন গললে হয়তো জাতীয় দলের জার্সি গায়ে আবারো মাঠে নামবেন মেসি!

এ সম্পর্কিত আরও খবর