সেরা তিনে নাদাল, ফেদেরার, জোকোভিচ

টেনিস, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:25:28

তারা তিনজন শুধু সময়ের সেরাই নন, টেনিসে সর্বকালের সেরাদেরও অন্যতম। বিশ্ব টেনিসের পুরুষ এককের শ্রেষ্টত্ব ধরে রাখার লড়াইটাও বেশ জমিয়ে তুলেছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার আর নোভাক জোকোভিচ। এখন ব়্যাংকিংয়ের শীর্ষ তিনে তারা।

নাদাল আর ফেদেরারের মধ্যে এটিপি ব়্যাংকিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াই চলছে অনেক দিন ধরেই। এখন শীর্ষে আছেন নাদাল। ফেদেরার রয়েছেন এরপরই। মঙ্গলবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে তিন নম্বরে জোকোভিচ।

অবশ্য চোটের কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে থাকায় ব়্যাংকিংয়ে পিছিয়ে পড়েন জোকো। ১২ বছর পর চলে যান সেরা বিশের বাইরে। কিন্তু এবাররের ইউএস ওপেন জিতে সেই হারানো শ্রেষ্টত্ব ফিরে পাওয়ার পথে আছেন তিনি। এর আগে এ বছরের উইম্বলডনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকার। তারই পথ ধরে এটিপির সদ্য প্রকাশিত ব়্যাংকিংয়ে তিনে আছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

এ বছরের শুরুতে অবশ্য ইনজুরির রোষানলে কোর্টের বাইরে চলে গিয়েছিলেন জোকোভিচ। কনুইয়ের অস্ত্রোপচার সামলে কোর্টে ফিরে সাফল্য মিলছে। গত রোববার অার্থার অ্যাশ স্টেডিয়ামে হাতে তুললেন ক্যারিয়ারের ১৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম। ছুঁয়ে ফেললেন পিট সাম্প্রাসকে।

এদিকে টেনিসের মেয়েদের এককে এগিয়ে গেছেন নাওমি ওসাকা। ইউএস ওপেন জিতে ডব্লুটিএ ব়্যাংকিংয়ে প্রথমবার সেরা দশে পা রাখলেন জাপানের এই তারকা। ১২ ধাপ আছেন সাত নম্বরে।

মা হওয়ায় টেনিস থেকে দুরে ছিলেন সেরেনা উইলিয়ামস। এবারের ইউএস ওপেনে রানার্স হয়ে উঠে এসেছেন সেরা বিশে। ২৬ নম্বরে থেকে শুরু করেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম। এখন আছেন ১৬ নম্বরে।

এ সম্পর্কিত আরও খবর