ইভিএম নিয়ে একজনের আপত্তিকে বাধা মনে করছেন না কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

  সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:04:07

 

ঢাকা:  ইভিএম নিয়ে একজন নির্বাচন কমিশনারের আপত্তিকে কোন বাধা মনে করছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,“নির্বাচন কমিশন তো পাঁচজনকে নিয়ে। পাঁচজনের মধ্যে একজন নোট অফ ডিসেন্ট দিতেই পারেন। ভিন্নমত থাকতেই পারে। এটাই তো গণতন্ত্রের বিউটি। এতে বোঝা যায় ইসিতে গণতন্ত্র আছে।

শুক্রবার (৩১ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউজের বিফ্রিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রাখার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নিতে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে সভা বর্জন করেন নিবাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে অন্য তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীকে নিয়ে বৈঠক চালিয়ে যান সিইসি নূরুল হুদা।

নির্বাচন সামনে রেখে বিএনপির দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, “যাদের শক্তি, সামর্থ আছে, জনগণের প্রতি আস্থা আছে, জন সমর্থনের ব্যাপারে যারা কনফিডেন্ট, তারা এত শর্ত আরোপ করে না।”

এ সম্পর্কিত আরও খবর