ওবায়দুল কাদেরের বক্তব্যে আশাবাদী বিএনপি

আওয়ামী লীগ, রাজনীতি

  স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম   | 2023-08-29 06:42:28

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা উনার মেসেজ জানলাম, গুড মেসেজ, আশা করার মতো মেসেজ। উনারা আমাদের ফোন করলে আমরাও উনাকে ফোন করব।  

'টেলিফোনে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যকে উদ্ধৃত করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন। 

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি সবসময় আলোচনার জন্য প্রস্তুত। 

তিনি বলেন, কিভাবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা যায় সে ব্যাপারে বহুবার বলেছি, আলোচনার আহ্বান জানিয়ে আসছি। আজকে আপনাদের(সাংবাদিক) মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি। বলুন কখন কোথায় বসবেন, কি করবেন? আমরা যেকোন সময়, যেকোন জায়গায় বসতে প্রস্তুত আছি। 

মির্জা ফখরুল বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আজকে বাংলাদেশে একটা নাটক হচ্ছে, প্রহসন হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন তারপরও আমরা কেন নির্বাচনে যাচ্ছি? আমরা জনগণের সঙ্গে থাকতে চাই। স্থানীয় সরকার নির্বাচন সরকার পরিবর্তন করে না। জনগণকে এটা দেখাতে চায় যে, এই নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা প্রমাণ করে যে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। 

বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বরিশালে মন্ত্রী পদমর্যাদা প্রশাসনের উপর ব‍্যবহার করে ছেলের পক্ষে কাজ করছেন আবুল হাসনাত আব্দুল্লাহ। গাড়িতে পতাকা তুলে প্রচারণা চালাচ্ছে শুধু তাই নয়, বহিরাগত লোকদের নিয়ে এসে নির্বাচনী মহড়া চালাচ্ছে। রাজশাহীতে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, সেখানে কালোটাকার ছড়াছড়ি। সরকার দলীয় প্রার্থীর নির্দেশে ছাত্রলীগ যুবলীগ বেপরোয়া হয়ে উঠেছে। সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় আটকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটক করেছে। পরবর্তীতে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম কে নেতাকর্মীদের মুক্তির দাবিতে অনশন করতে হয়েছে। 

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন অযোগ্য, পুলিশ তাদের কথা শুনে না। নির্বাচন কমিশন উচ্ছিষ্টভোগীর দলে পরিণত হয়েছে।  

তিনি বলেন, নির্বাচন কমিশনকে ফোন করা হলে তারা বলে দেখছি, চেষ্টা করছি। চেষ্টা করার জন্য তো আপনাদের রাখা হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। হয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, না হয় দয়া করে পদত্যাগ করুন। প্রহসনের নির্বাচন থেকে জাতিকে মুক্তি দিন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাসুদ আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ। 

 

এ সম্পর্কিত আরও খবর