রাজশাহী জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গ্রেফতার

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:26:23

ঢাকা: রাজশাহী মহানগরীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথ সভায় ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (২১ জুলাই) দিবাগত রাতে তাকে নির্বাচনী প্রচারণায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানার সিনিয়র অ‍্যাসিস্টেন্ট ইন চার্জ (এসি) বার্তা২৪.কমকে তথ্য নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথ সভা চলাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য চলাকালীন সময়ে মোটরসাইকেলযোগে ২ জন মুখোশধারী ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য সহ পাঁচজন আহত হন। ঘটনার পরপরই মোসাদ্দেক হোসেন বুলবুলসহ কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটনকে দায়ী করেন।

হামলার ঘটনায় মঙ্গলবার রাতে বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

এর পরেই হামলার পূর্ব মুহূর্তের বিএনপির কেন্দ্রীয় নেতা সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু ও রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের কথোপকথন অডিও বার্তা ফাঁস হয়। তারই সূত্র ধরে রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশ রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার করে।

 

অডিও বার্তায় দুজনের কথোপকথন জানা যায়, বিএনপির সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপুকে রাজশাহী জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু ফোন করেন।

মতিউর রহমান বলেন, 'রাজশাহীর যে ঘটনা ঘটেছে শুনেছো তো নাকি।' এ সময় সাইফুল ইসলাম বলে,  'বোমা মেরেছে ওই ঘটনা জানি।' মন্টু বলেন, 'কারা এই কাজ করেছে তা কি জানো? আমি যা বলবো তা হজম করবা পারলে জায়গা মতো বলবা। আমাদের দুজন জড়িত। বিএনপির লোক দিয়ে করানো হয়েছে। ভাইয়ার কাছ থেকে ক্রেডিট নেয়ার জন্য আমার নির্দেশে কাজ করেছে নাটোরের খালেক আর জাভেদ। জাবেদ হোসাইন শওকত ভাইয়ের লোক। ' একথা বলার পরপরই কলটি কেটে যায়।

এ বিষয়টি জানতে বিএনপির সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপুকে ফোন করে বার্তা২৪.কম। কথোপকথনের বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে  টিপু বলেন, আমাদের এ ধরনের কোনো কথা হয়নি। ভয়েস এডিট করে কেউ এটি করেছে। ওই অডিও বার্তার সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটা বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।

এ সম্পর্কিত আরও খবর