সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের হাতে জিম্মি: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 00:33:09

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের হাতে জিম্মি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আবরার ফাহাদের মতো নিরীহ ও নিরপরাধ মেধাবী ছাত্রকে হত্যার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে যে, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোমবার রাতে চকবাজার থানায় যে মামলা হয়েছে, সেখানে আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। রহস্যজনকভাবে ১৯ জনের মধ্যে এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্তের নাম নেই। শেরে বাংলা হলের ২০১২ নম্বর রুম তথা টর্চার সেল কার? তাকে বাঁচাতে বুয়েট প্রশাসন উঠে পড়ে লেগেছে। নির্লজ্জ প্রশাসন এই হত্যাকাণ্ডকে সামান্য অনাকাঙ্ক্ষিত মিথ্যে বলে বিবৃতি দিয়েছে।’

সকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘দেশের মাটি, পানি, সম্পদ, অন্যের হাতে চলে যাবে। এর বিরুদ্ধে সমালোচনা করলে তাকে হত্যা করা হবে। এই হচ্ছে বর্তমান সরকারের নীতি। এই নীতি বাস্তবায়নে যতদিন এরা ক্ষমতায় থাকবে ,ততদিন জনপদের পর জনপদ বিরোধী নেতাকর্মীদের পুড়িয়ে দিয়ে, পিটিয়ে, থেঁতলিয়ে, গুলি করে হত্যা করতে থাকবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আবরার হত্যায় আজ সারাদেশে সাধারণ ছাত্রসমাজ ফুঁসে উঠেছে। আবরারের খুনিদের বিচারের দাবিতে ছাত্রদের আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের সাধারণ ছাত্র সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এই মৃত্যু উপত্যকা শান্তিময় করতে রাজপথে এখনই নেমে আসতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর