জাতীয় পার্টির বিভাগীয় টিম সমন্বয়ে বিশেষ কমিটি

, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:16:02

জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক টিমের কাজ সমন্বয় করতে ১০ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

গঠিত কমিটি ৮ বিভাগের সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে বৈঠক ও আলাপ-আলোচনার ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে ধারাবাহিকভাবে রিপোর্ট ও সুপারিশ করবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, হাজী সাফউদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল রাজু, আহসান আদেলুর রহমান আদেল এমপি, সাংগঠনিক সম্পাদক মো. শাহ-ই আজম, মোবারক হোসেন আজাদ ও দফতর সম্পাদক সুলতান মাহমুদ।

জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সভায় নেতাকর্মীরা বিশেষ টিম গঠনের দাবি জানান। তাদের বক্তব্য ছিলো—জেলা ও উপজেলায় কমিটিগুলোর বেহাল অবস্থা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ে জর্জরিত। এ সব জটিলতা নিরসন করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা দরকার। কমিটি সরেজমিনে গিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

এ ছাড়া এখনই আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য প্রার্থী চূড়ান্ত করার দাবি তোলেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের বক্তব্য—নির্বাচন এলে প্রার্থী ভাড়া করা হয়, এতে পার্টির নেতাকর্মীরা হতাশ হন। এ জন্য এখনই প্রার্থী চূড়ান্ত করে দেওয়া হোক, যারা সংশ্লিষ্ট সংসদীয় আসনে পার্টিকে সংগঠিত করবেন।

নেতাকর্মীদের এমন দাবির প্রেক্ষিতে প্রত্যেক বিভাগে পৃথক বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করে জাতীয় পার্টি। নতুন ১০ সদস্যের টিম সেই টিমকে সমন্বয় করবে।

এ সম্পর্কিত আরও খবর