থলের বিড়াল ঢেকে রাখা যাচ্ছে না: ফখরুল

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 08:06:13

আওয়ামী লীগ হাজার চেষ্টা করেও থলের বিড়াল ঢেকে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে। ছাত্রলীগের দুই নেতাকে বের করে দিয়ে তারা (আওয়ামী লীগ) স্বীকার করেছে যে, করাপশন চলছে। এখন এমন অবস্থা হয়েছে, হাজার চেষ্টা করেও থলের বিড়াল ঢেকে রাখা যাচ্ছে না। কালো বিড়ালের মতো বের হয়ে আসছে, যা জনগণের কাছে পুরোপুরি চলে গেছে।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

ফখরুল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুষ চাওয়ার অপরাধে ছাত্রলীগের যে দুই শীর্ষ নেতাকে পদচ্যুত করা হয়েছে এটাকে আবার নতুন নাম দিয়েছেন তারা। কি দিয়েছে বলুনতো? ফেয়ার শেয়ার। ৫ থেকে ১০ শতাংশ ঘুষ নেওয়া হলো ফেয়ার শেয়ার। এই ফেয়ার শেয়ারের মধ্যে আবার এখন ভাইস-চ্যান্সেলরের নাম চলে এসেছে। উনি নাকি ইতোমধ্যে এক কোটি টাকা দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত, না হলে অব্যাহতি দেওয়া উচিত।’

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে, কারণ তিনি জনগণের প্রতীক, গণতন্ত্রের প্রতীক।’

সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘কেন তাকে আটকে রেখেছেন? এত ভয় পান কেন? ছাত্রদলের কাউন্সিল নিয়ে একটি নাটক করলেন। গণতন্ত্রকে আপনারা চলতে দিতে চান না। যারা গণতান্ত্রিকভাবে কাজ করতে চায় তাদেরকে আপনারা কাজ করতে দিতে চান না। তাদের পথকে আপনারা বন্ধ করে দিতে চান।’

আসামে নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আমরা ভারত সরকারকে বিশ্বাস করতে চাই। কিন্তু আমরা উদ্বিগ্ন। ধিক্কার জানাই এই নতজানু পররাষ্ট্র নীতিকে, ধিক্কার জানাই এই মানসিকতাকে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি এক বিন্দু ক্ষতিগ্রস্ত হয় বাংলার মানুষ কোনোদিন তা মেনে নেবে না। মুক্তিযুদ্ধ করেছে ১৯৭১ সালে। স্বাধীনতা রক্ষার জন্য দরকার হলে আমরা আরও বড় যুদ্ধে অবতীর্ণ হব। বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা ঢুকেছে। একজনকেও তাদের দেশে ফেরাতে পারেননি। ভারত-চীন নাকি আমাদের বড় বন্ধু। তাহলে বিষয়টা কি হলো। এদিকে আসামে এনআরসি প্রকাশ করা হয়েছে সেখানে ১৯ লাখ লোককে বাদ দেওয়া হয়েছে। আসামের মন্ত্রী এবং বিজেপি নেতা বলেছেন এদেরকে বাংলাদেশে পাঠানো হবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমানের (বীর প্রতীক) সভাপতিত্বে এবং সাধারাণ সম্পাদক সাদেক খানের সঞ্চলনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর