সরকার বিরোধী দলকে বিলীনের পরিকল্পনা করছে: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 07:00:27

বাংলাদেশে যাতে বিরোধী দল না থাকে, ভিন্নমত না থাকে তার জন্যই সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাবে পাল্টা অভিযোগ করে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, করলে বিএনপির অস্তিত্ব থাকতো না। এই কথাটা বলতে উনি (প্রধানমন্ত্রী) কি এটাই বোঝাতে চেয়েছেন যে, আসলে তারা অস্তিত্ব না রক্ষা করবার জন্যই কাজ করে যাচ্ছেন। শুধু বিএনপি নয়, বাংলাদেশে যাতে বিরোধী দল না থাকে, ভিন্নমত না থাকে, বিলীন হয়ে যায় তারই জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন।’

উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্র বিরোধী কিছু ভূমিকা পালন করছে। সেই ভূমিকার মধ্যে অন্যতম হচ্ছে, একের পর এক সংবিধান লঙ্ঘন করা। জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেস- এটা আমাদের সংবিধানে পরিষ্কার করে বলা আছে। সেই ইন্ডিপেন্ডেস এখন নিম্ন আদালতে নেই, উপরের আদালতগুলো এখন ইনফেসড হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আদালতে ইকুয়েলিটি আইনের চোখে যে সবাই সমান এটাও এখানে রক্ষা করা হচ্ছে না। একই ধরনের মামলায় যারা অন্য সাজা পেয়ে্ছেন তারা জামিনে আছেন। অথচ খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে এটা খুব পরিষ্কার দেশনেত্রীর ক্ষেত্রে তারা সম্পূর্ণ দলীয়করণের পর্যায়ে নিয়ে ফেলেছে। এখানে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে, করে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সেতু ও সড়ক মন্ত্রী খুব সুন্দর সুন্দর কথা বলেন। তিনি বলেন যে, এখন সড়ক খুব নিয়ন্ত্রণে আছে। প্রতিদিন আপনার ১০ এর নিচে বোধ হয় নেই যে, সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। কারণটা কি কেউ খেয়াল করে দেখেছেন? বেশিরভাগ বলা হয়-চালকদের সমস্যা। কেন? আমি যেটা জানি, দূরপাল্লার যে কোচগুলো যায় নিয়ম হচ্ছে একটা গাড়িতে দুইজন ড্রাইভার থাকবে। ১০ ঘণ্টার পথ হলে একজন ৫ ঘণ্টা, আরেকজন ৫ ঘণ্টা চালাবে।


বিএনপির এ নেতা বলেন, ‘কয়েকদিন আগে একটি পরিবারের তিনজন দুর্ঘটনায় মারা গেছেন। প্রথম দিন একজন পরেরদিন দুইজন। মা-মেয়ে একসাথে দুঘর্টনায় মারা যাচ্ছে। ফুটপাতের ওপর দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে মেরে দিচ্ছে। খোঁজ নিয়ে দেখেন এই গাড়ির মালিকানা সমস্ত সরকার দলীয় লোকজনদের অথবা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর