গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করতে হবে: দুদু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 21:10:29

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে গণতন্ত্র ও স্বাধীনতা এমনি এমনি আসে না। কোনো স্বৈরাচারী সরকার এমনি এমনি এগুলো দেয় না। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ও স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে লড়াই করতে হবে।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে 'দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান' শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী চালক দল।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, ‘কোর্ট কাচারিতে গেলে সুষ্ঠু বিচার পাবেন না। সরকারের হুকুম ছাড়া জামিন হবে না। দেশে আইনের শাসন ছাড়া সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। স্বাধীনতা ছাড়া, গণতন্ত্র ছাড়া, নাগরিকের অধিকার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা হয় না। তাই সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেদের বিবেককে জাগ্রত করতে হবে। দেশে গণতন্ত্র, স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র কখনো এমনি এমনি আসে না। অতীতে লড়াই করে, যুদ্ধ করে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র এনেছি। আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা আনতে হলে লড়াই করতে হবে।’

বাংলাদেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোনো জায়গায় জবাবদিহিতা নেই। আইনের সুশাসন, সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই। দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সব প্রতিষ্ঠানেই দুর্নীতি হচ্ছে দাবি করে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন, টাকা ছাড়া কোনো কাজ হবে না। সম্প্রতি ২৭ হাজার কোটি টাকা, এর আগে ৯৬ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুটপাট হয়েছে। কিন্তু সরকারের এ বিষয়ে কোনো মাথাব্যথা আমরা দেখি না। কোনো মামলাও হয়নি। অর্থমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন। এ লুটপাটের সঙ্গে যারা জড়িত, তারা ঘুরে বেড়াচ্ছেন।’

আয়োজক সংগঠনের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার, সাধারণ সম্পাদক বি এম শাহজাহান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর