ভারত আশ্বস্ত করেছে, উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 06:53:21

আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকা নিয়ে ভারত আমাদের আশ্বস্ত করেছে, এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশের কোনো লোক ভারতে যাননি। এনআরসি নিয়ে ভারত আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় এখন পর্যন্ত নেই। কারণ, বিষয়টির লিগ্যাল প্রসেস শেষ করে সিদ্ধান্ত আকারে আসতে আরো সময় নেবে। সে পর্যন্ত কী দাঁড়ায় সেটা আমাদেরকে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের আগে দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে করণীয়, রংপুর-৩ আসনে দলের মনোনয়নসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসে কিছু কিছু সিদ্ধান্ত আছে সেগুলোর বাস্তবায়ন আমরা স্থগিত রাখি। উপজেলা নির্বাচনে বিদ্রোহী এবং বিদ্রোহের মদদদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন আগস্ট মাস হওয়ায় স্থগিত রেখেছিলাম। আগস্ট মাস শেষ আগামী ৮ সেপ্টেম্বর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর করতে শুরু করব।

তিনি বলেন, সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে আমাদের নেক্সট ওয়ার্কিং কমিটির মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেখানেই আমরা আমাদের পরবর্তী করণীয় সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পর আমরা দেশব্যাপী সাংগঠনিক সফরে যাব।

অক্টোবরে জাতীয় সম্মেলন হবে কী না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেটা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আলোচনা হতে পারে। সাংগঠনিক কার্যক্রম আমাদের এজেন্ডার মধ্যে আসতে পারে। আমরা সম্মেলন করার জন্য প্রস্তুত। নেত্রী যখনই সিদ্ধান্ত নেবেন- তখনই সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর