রংপুর-৩: জাপার মনোনয়ন সংগ্রহের শেষ দিন ৫ সেপ্টেম্বর

জাতীয় পার্টি, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক | 2023-08-26 02:10:35

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)।

পরদিন শুক্রবার বিকেল ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

রোববার (০১ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের দিন রেখে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বেলা ১২টায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। তার ১৮ দিন পর হবে ভোটগ্রহণ।

 

এ সম্পর্কিত আরও খবর