রোহিঙ্গাদের নিয়ে যারা নোংরা খেলায় মেতেছে তাদের বিষয়ে তথ্য আছে: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-12 21:10:11

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ বাসভূমি নয়। তারা নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়ে পরবাসী হয়েছেন। রোহিঙ্গাদের নিয়ে যারা নোংরা খেলায় মেতেছে তাদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

বিএনপির রাজনীতিতে ঘোর অমানিশা চলছে দাবি করে কাদের বলেন, তারা আজ দিশেহারা পথিকের মত যেখানে যা খুশি বলছে। তারা প্রধানমন্ত্রীকেও অসভ্য ভাষায় গালিগালাজ করে, যা রাজনীতির বা গণতন্ত্রের ভাষা নয়।

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

এ সম্পর্কিত আরও খবর