এমপির ভাইরাল ভিডিও নিয়ে বিপাকে সরকার: ফারুক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 13:34:49

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংসদ সদস্যের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সরকার চরম বিপাকে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, ‘অবৈধ সংসদে চলছে প্রমোদ ভাষণ, প্রমথ তরী, আনন্দ-বিনোদন। সংসদ সদস্যদের কর্মকাণ্ড নিয়ে চরম বিপাকে পড়েছে সরকার।’

রোহিঙ্গাদের সুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলো কেন বলছেন সেটা আমরা জানি, কারণ তাদের পায়ের নিচে কোনো মাটি নেই। তারা গণতান্ত্রিক সরকার নয়। তারা অবৈধ সরকার, ২৯ ডিসেম্বর রাতের সরকার।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ‘সরকার গত দুই বছরে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার ব্যস্ত রয়েছে শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলতে, বিভিন্ন মামলায় জর্জরিত করে তাকে কারাগারে রাখা যায় কিভাবে। এদের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা এত বড় একটি সমাবেশ করল, সারা সমাবেশে ডিজিটাল টি-শার্ট, রঙিন পোস্টার, সমাবেশে অবৈধ টেলিফোনের ব্যবহার, অথচ সরকারের একজন ঊর্ধ্বতন মন্ত্রী বললেন, আমরা এটার কিছুই জানি না।’

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানব্বন্ধনে আরও উপস্থিত ছিলেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, ছাত্রদলের নেতা পলাশ মন্ডল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর