'সরকার দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করছে'

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 04:02:31

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তাদের মূল উদ্দেশ্য দেশে একটি দল থাকবে, আর কোনো দল থাকবে না।' 

শনিবার (১৭ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার বিএনপিতে যোগদান উপলক্ষে তিনি এসব কথা বলেন। এসময় গাজীপুরের পৌর সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ তার অনুসারীরা বিএনপিতে যোগদান করেন। বিএনপির মহাসচিব তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

এই সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশেকে রাজনীতি শূন্য করে দিচ্ছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, 'সরকার বিরাজনীতিকরণ করছে। যেন বাংলাদেশের মানুষ রাজনীতি না করতে পারে, রাজনৈতিক দলগুলোও যেন রাজনীতি না করতে পারে এজন্য একে একে সংবিধানে পরিবর্তন নিয়ে এসেছে। সেই পরিবর্তন করে সরকার বাংলাদেশকে সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য করে দেওয়ার একটা চক্রান্ত শুরু করেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশে এক দল থাকবে, আর কোনো দল থাকবে না। আগে তারা বাকশাল করেছিল এখন তারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।'

 

মির্জা ফখরুল বলেন, 'যখন বর্তমান ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডে রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে, ২৬ লাখ মানুষকে আসামি করা হয়েছে, ১ লাখের বেশি মামলা করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, সেই সময় মো.আব্দুল করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। এই সময়ে তার বিএনপিতে যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি হাসান উদ্দিন সরকারসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর