২৩ আগস্ট থানা পর্যায়ে এরশাদের 'চল্লিশা'

জাতীয় পার্টি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:15:36

আগামী ২৩ আগস্ট শুক্রবার থানা পর্যায়ে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘চল্লিশা’ পালন করবে দলটি।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১২টায় দলের বনানী কার্যালয়ে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী ২৩ আগস্ট সারাদেশব্যাপী চল্লিশা পালন করব। আর প্রতিবছর ১৪ জুলাই তার মৃত্যুবার্ষিকী পালন করব। যেহেতু চল্লিশার প্রোগ্রাম সামনে এসে গেছে, এ বিষয়ে আয়োজন করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা-জেলা পর্যায়ে নিজ নিজ উদ্যোগে দোয়া মাহফিল, কঙালি ভোজের আয়োজন করা হবে।’

জিএম কাদের বলেন, ‘ঢাকা ও রংপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজন করব। বাকিগুলোতে নেতাকর্মীরা নিজের সামর্থ অনুযায়ী পালন করবে। সারাদেশে জাতীয় পার্টির যতে সংগঠন আছে, তারা একত্রিত হয়েও আয়োজন করতে পারে। তবে ঢাকা দক্ষিণের বাবলা আমেরিকায় গেছেন। তিনি দেশে ফিরলে বড় আকারে আয়োজন করবেন। কিন্তু ২৩ তারিখ যেহেতু সারাদেশে আয়োজন থাকবে, তাই ঢাকায়ও ছোট করে হলেও করতে হবে।’

তিনি বলেন, ‘নেতাকর্মীরা চাচ্ছেন থানা পর্যায়ে হোক। আমি দায়িত্ব নেওয়ার পর অনেক বড় অনুষ্ঠান হয়েছে। সামনের দিনে বড় ধরনের অনুষ্ঠান করলে আর্থিক সহযোগিতা করা কিছুটা মুশকিল হবে।’

তিনি আরও বলেন, ‘পার্টির কেন্দ্রীয় অফিসে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে, তবে বনানীর অফিসে অনুষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কাল প্রসিডিয়াম সদস্যদের মিটিংয়ে এটি নিয়ে আলোচনা হবে। যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে, তাই আমাদেরও সেটি করা উচিত। মানুষের মাঝে আস্থা অর্জনের জন্য হলেও এটি করতে হবে।’

এর আগে দলের বিভিন্ন ইউনিটের নেতারা থানা পর্যায়ে এরশাদের চল্লিশার আয়োজন করার দাবি জানান। মতবিনিময় সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও ঢাকা উত্তর-দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর