ডেঙ্গু চিকিৎসায় ভর্তুকির ব্যবস্থা করা হোক: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 03:19:20

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `ডেঙ্গু পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি হচ্ছে ৫০০ টাকা। কিন্তু তাতে তিনটি পরীক্ষা করতে ১৫০০ টাকা চলে যায়। তাই এই চিকিৎসায় ভর্তুকির ব্যবস্থা করা হোক। পাশাপাশি সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলোতেও ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গুর যারা চিকিৎসা নিচ্ছেন, তারা নিজেদের খরচেই নিচ্ছেন। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা তেমন একটা ফলপ্রসূ হয়নি।’

তিনি বলেন, 'সরকার এতো টাকা বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শত কোটি টাকা পর্যন্ত জমা হয়। দেখা যায়, তাদের বিভিন্ন পছন্দের ব্যক্তির কাছে কোটি কোটি টাকা চলে যায়। এখন রাষ্ট্রের মানুষ বিপদে পড়েছে, তাই তাদের জন্য এই অর্থ ব্যয় করা জরুরি বলে মনে করি। সরকারের উচিৎ হবে আরও ফান্ডিং করে মানুষের জন্য বিনামূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যবস্থা করা।'

সরকার ও সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ডেঙ্গু রোগীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য সিটি করপোরেশনের যে কমিউনিটি সেন্টারগুলো আছে, সেগুলোকে তারা মেডিকেল ক্যাম্প হিসেবে ব্যবহার করতে পারে।’

গতকাল জরুরি অবস্থা ঘোষণা করা নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যায় মির্জা ফখরুল বলেন, 'গতকালের একটি বক্তব্য নিয়ে বিভিন্ন জায়গায় কনফিউশন সৃষ্টি হয়েছে। জরুরি অবস্থা বলতে বোঝাতে চেয়েছি- ডেঙ্গু নিয়ে এখন বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। যেটাতে আপৎকালীন জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত।'

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রদের বক্তব্য লেজে গোবরের অবস্থার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু আক্রান্ত মানুষদের অনলাইনে পরামর্শ দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ সম্পর্কিত আরও খবর