সরকারের অবস্থা দুর্বল: গয়েশ্বর

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 17:02:52

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমান সরকার সবচেয়ে বেশি দুর্বল সরকার। তারা ভালো অবস্থানে নেই। দেশের মানুষ বন্যায় ভাসছে। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু তিনি (প্রধানমন্ত্রী) দেশে আসতে পারছেন না। তাহলে তিনি কঠিন অবস্থার মধ্যেই আছেন। তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে দেশে আসতে পারছেন না।’

শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে 'মানবাধিকার ও আইনের শাসনের চরম অবনতি: কোন পথে বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার আন্দোলন নামের একটি সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'বর্তমানে দেশের অবস্থা ভয়াবহ। কিন্তু তার চেয়ে মনে হয় প্রধানমন্ত্রীর অবস্থা ভয়াবহ। তা না হলে তিনি খুব দ্রুত দেশে ফিরে আসতে পারতেন।'

তিনি বলেন, 'চোখের আলোটা আমাদের প্রধানমন্ত্রীর জন্য বেশি জরুরি। তাহলেই তো মানুষের চোখের দিকে তাকালে তাদের চোখের ভাষাটা কী সেটা বুঝতে পারবেন। তবে আমরা চাই, আল্লাহ তাঁর চোখ ভালো করুন। আল্লাহ তার চোখ, শরীর ও ভাবনাটা সুস্থ করুন। আর মানুষকে ভালোবাসার তৌফিক দিন। কারণ আমরা কোনো মানুষের অমঙ্গল কামনা করি না।'

খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির এই নেতা বলেন, 'রাজনৈতিক নেত্রীর মুক্তি হয় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমাদের নেত্রী (খালেদা জিয়া) জেলখানার যাওয়ার পরে আমরা কোনো আন্দোলন করতে পারি নাই, যে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবে। এছাড়া আন্দোলনে কোনো আওয়াজও আমরা আদালতে দিতে পারিনি যে, বেগম জিয়াকে মুক্তি না দিলে জজদের ওপরে জনগণ ক্ষুব্ধ হবে।'

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর