দেশে হত্যা, ধর্ষণের মহামারি দেখা দিয়েছে: খন্দকার মোশাররফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-21 14:04:55

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সারা দেশে গুম, হত্যা, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে, এর থেকে রক্ষা পেতে হলে বর্তমান সরকারের হাত থেকে দেশ রক্ষা করতে হবে।’

রাষ্ট্রপতি একটি জাতীয় সংলাপ আহ্বান করে এ মহামারি থেকে দেশ রক্ষার উদ্যোগ নিলে ভালো হবে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 'গুম, হত্যা, ধর্ষণের মহামারির কবলে বাংলাদেশ, আতঙ্কিত নাগরিক জীবন ও সরকারের ভূমিকা' শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, 'দেশের বিচারহীনতার সংস্কৃতি, প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্রহীনতা ও সুশাসনের অভাবের কারণে সারা দেশে হত্যা, ধর্ষণ প্রতিরোধ করা যাচ্ছে না। আজ সমাজে পচন লেগেছে। আর পচন লেগেছে মাথা থেকে। এটাই হচ্ছে ভয়ঙ্কর আতঙ্কের বিষয়। এ পচনটা লাগছে গণতন্ত্রহীনতার কারণে। গায়ের জোরে ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার যে লোভ, সেই লোভ থেকে এটা সৃষ্টি হয়েছে। গায়ের জোরে যিনি ক্ষমতায় থাকবেন, তাকে একটি সুবিধাভোগী গোষ্ঠী সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলের এবং প্রশাসনের ভেতর থেকে। আর এটা করার কারণেই এতো অঘটন ঘটছে। যেখানে যেটা ঘটছে, সেখানেই দেখা যাচ্ছে, প্রশাসন ও সরকারের লোকজন জড়িত।'

পদ্মা সেতু নিয়ে বিএনপির নামে অপপ্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ফেসবুকে কে বা কারা লিখেছে যে ওখানে মাথার দরকার হবে। সেটার ব্যাপারে শুনেছি গ্রেফতার হয়েছে কয়েকজন। কিন্তু সরকার বলে দিল, এর পেছনে বিএনপি আছে। সব কিছুতেই এ রকম অপপ্রচার করা হচ্ছে। এভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।'

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর