নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া এমপিদের ব্যাপারে শেখ হাসিনার হুঁশিয়ারি

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 17:20:36

জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে যেসব সংসদ সদস্য (এমপি) স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপিদের উদ্দেশে তিনি বলেছেন, যারা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছে তারা এখন নিজ নিজ এলাকায় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা তো আমাদের দেখতেই হবে। আগামীতে তাদের আর মনোনয়ন দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, এ কে এম শামীম ওসমান, ফজলে নূর তাপস, আতিউর রহমান আতিক, মমতাজ বেগম, মুন্নজান সুফিয়ান বক্তব্য দেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বৈঠকে আওয়ামী লীগ প্রধান এমপিদের শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন। তাদের তিনি বলেন, ‘আরও শিথিল হতে হবে। প্রত্যেক এমপি নিজ নিজ এলাকায় আরো বেশি মনযোগী হতে হবে।’

দলের মধ্যে যেসব এমপি শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দেন দলীয় প্রধান। বলেন, সবাই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছে, এখন স্থানীয় সরকার নির্বাচনে সেই নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের বিষয়টা তো আমাদের দেখতেই হয়। আগামী নির্বাচনে তাদের আর মনোনয়ন দেওয়া হবে না। বিষয়টি শুক্রবার (১২ জুলাই) দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া যেসব মন্ত্রী এখনো ন্যাম ভবনের ফ্ল্যাট ছাড়েননি, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ন্যাম ভবনের প্রতি এতই যদি দরদ থাকে তাহলে মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে ন্যাম ভবনে ওঠেন। এখানে গাড়ি চালক, পিয়নদের জন্য না।

এ সম্পর্কিত আরও খবর