ফরমায়েশি রায়ের প্রশ্নই ওঠে না: আইনমন্ত্রী

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-07-21 06:54:21

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে বোমা হামলার ঘটনায় আদালতের দেওয়া রায়কে ফরমায়েশি বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে অভিযোগ করেছেন, তা সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনার ওপর হামলা হয়েছে ১৯৯৪ সালে আর তদন্ত শুরু হয়েছিল বিএনপির আমলে ১৯৯৫ সালে। মামলার বিচার কাজ শুরু হয়েছিল ১৯৯৮ সালে। ২২ বছর পর এই মামলার রায় হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত এই রায় দিয়েছেন। এখানে ফরমায়েশি রায়ের প্রশ্ন ওঠে কী করে, সেটা আমি বুঝি না।’

শুক্রবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘খালোদা জিয়াকে অধিকতর সেবার জন্যই তাকে হাসপাতালে রাখা হয়েছে। সেই ফাতেমাকেও তার (খালেদা জিয়া) সঙ্গে দেওয়া হয়েছে।’

বিএনপির আমলের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে আইনের কোনো শাসন ছিল না। তারা তাদের পকেটের মধ্যে কোর্টকে রাখত। সেই আমল বদলে গেছে, কিন্তু তাদের (বিএনপি) চিন্তাধারা বদলায়নি বলেই এসব আজে-বাজে কথা বলেন।’

মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদউল আলম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর