যুদ্ধাপরাধী পরিবারের কেউ আ'লীগে আসতে পারবেন না: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 07:56:02

যুদ্ধাপরাধী পরিবারের সদস্যরা আওয়ামী লীগে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল্যবোধ, বাংলদেশ রাষ্ট্রের জন্মের চেতনার ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের পরিবারের কাউকে দলে সদস্য পদ দেওয়া বা মনোনয়ন দেওয়া হবে না। এ ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। এখানে আপোসের প্রশ্নই আসে না।’

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১২টায় সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সদস্য হতে চাওয়া কারো পরিবারে যুদ্ধাপরাধী ও জামায়াতের কেউ থাকলে আমরা সেটি সিরিয়াসলি দেখব। যুদ্ধাপরাধী পরিবারের হলে আমরা তাদের সদস্য হিসেবে সংগ্রহ করি না। তারা কোনো পদ নিতে পারেন না। আমাদের সদস্য সংগ্রহের যে নীতিমালা, সেখানে এটি স্পষ্ট করে বলা আছে। এটা আমাদের পুরনো স্ট্যান্ড, পুরনো স্ট্যান্ডে আমরা অটল।’

‘পারিবারিকভাবে স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে থাকা কেউ যদি আমাদের দলে আসতে চান, তাহলে আমাদের মধ্যে প্রশ্ন থাকবেই। এটা আমাদের দেখতে হবে। এটা আমাদের আদর্শ ও মূল্যবোধের প্রশ্ন। এখানে আমরা আপোস করতে চাই না,’ যোগ করেন ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াতের কেউ আসতে চাইলে আওয়ামী লীগের অবস্থান কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নতুন করে সদস্য সংগ্রহ অভিযানে বিএনপি থেকে কেউ আসতে চাইলে দলের নীতিগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। দলের আদর্শের বাইরের কোনো দল থেকে কাউকে নেওয়া হবে না। বিশেষ করে সাম্প্রদায়িকতার বিষয়টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। কাজেই সাম্প্রদায়িকতার মধ্যে যারা আছেন, জামায়াত হোক, বিএনপি হোক, আমরা তাদের একই ভাবে দেখব।’

রিফাত হত্যা সম্পর্কে তিনি বলেন, ‘রিফাত হত্যাকাণ্ডে দলীয় কোনো কর্মী জড়িত থাকলে, তাকেও ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। আমাদের দলের অনেক কর্মী এখনও জেলে আছেন। সুতরাং কেউই ছাড় পাবেনে না।’

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেন বহর নিয়ে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে সৈয়দপুর যাচ্ছিলেন। ওই দিন পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় নয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ রায়কে রাজনৈতিক বলে অভিযোগ করেছে বিএনপি।

এ অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো আদেশ তাদের বিপক্ষে গেলে তারা আদালত ও আইন মানেন না। এটা তাদের চিরায়িত অভ্যাস। আদালতের ওপর আমাদের হাত নেই। তাদের অভিযোগ কোনোভাবেই সঠিক নয়।’

চট্টগ্রামে যুবলীগ নেতার ওপর হামলা ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় বিএসআরএফ'র সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক মাসউদুল হক, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন, দফতর সম্পাদক মাসুদ রানাসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর