যৌক্তিক কারণে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার : কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-30 21:51:22

যৌক্তিক কারণে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে।’

গ্যাসের দাম বৃদ্ধিতে আগামী ৭ জুলাই অর্ধবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। তবে বিরোধী শক্তি হরতাল ডেকে জনগণের সাড়া পাবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘এ নিয়ে যদি বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেয়, তারা দিতে পারেন। কিন্তু আমার ধারণা, হরতালে তারা জনগণের সাড়া পাবে না। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। দেশের মানুষ বিষয়টিকে সহজভাবে নেবেন, এটাই আমরা আশা করি।’

ওবায়দুল কাদের আশ্বস্ত করেন, ‘এ নিয়ে জনগণের যেন কোনো ভোগান্তি না হয় সেদিকেও আমরা সচেষ্ট থাকব। প্রধানমন্ত্রী নিজেই একজন জনদরদী মানুষ; তিনি বিষয়টি দেখছেন।’

আওয়ামী লীগের এবারের সদস্য সংগ্রহে যুদ্ধাপরাধী, জামাত পরিবার-সংশ্লিষ্ট কাউকে নেওয়া হবে কিনা জানতে চাইলে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘ধোঁয়াশার কোনো কারণ নেই, এখানে আমাদের দলের অবস্থান সব সময়ই একই রকম। নতুন কোনো অবস্থান এখানে নেই। যুদ্ধাপরাধী বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের আপোসহীনতার বিষয়টি স্পষ্ট, দিবালোকের মতো পরিষ্কার। এখানে নতুন কোনো তথ্য আমরা দেইনি যে, এটা নিয়ে বিতর্ক তৈরি হবে। আমরা আমাদের আগের অবস্থানে অটল।’

যুদ্ধাপরাধী বা জামায়েতের উত্তরসূরীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।’

এ সম্পর্কিত আরও খবর