আ’লীগের সদস্য অর্ন্তভুক্তির কার্যক্রম শুরু ২১ জুলাই

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:02:43

আগামী ২১ জুলাই থেকে দলের প্রাথমিক সদস্য অর্ন্তভুক্তির কার্যক্রম শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (৩০ জুন) দলের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে নতুন ভোটারদের দলের প্রাথমিক সদস্য হিসাবে অন্তর্ভুক্তি করা হবে বলেও জানানো হয়।

তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ দেশকর্মী গড়ে তুলতে এই সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ নীতির আলোকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক আগামী প্রজন্ম গঠন এবং সমৃদ্ধ-বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হিসেবে তরুণ সমাজকে উন্নয়নমুখী কল্যাণকর রাজনীতিতে সম্পৃক্ত করা প্রাথমিক সদস্য অর্ন্তভুক্তি কার্যক্রমের লক্ষ্য।

এ সম্পর্কিত আরও খবর