জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না: হানিফ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-25 12:52:09

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি তিন নম্বর পাঠক। তাকে জোর করে ধরে এনে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না।’

শনিবার (২৯ জুন) সকালে কুষ্টিয়ার হানিফনগরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিষয়ে হানিফ বলেন, `বিএনপির আমলে সারা দেশে একযোগে বোমা হামলা হয়েছিল। সারা দেশে খুন-ধর্ষণ-রাহাজানি কি পর্যায়ে গিয়েছিল সেটা দেশের মানুষ দেখেছে। আনোয়ার চৌধুরীর ওপর হামলা হয়েছিল। কারও কোনো নিরাপত্তা ছিল না। তাই বর্তমানে দেশের মানুষ অতীতের যেকোন সময়ের চেয়ে ভাল আছে। বিএনপি নেতাদের মুখে আইনশৃঙ্খলার অবনতির কথা মানায় না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনোই সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। কারণ এই দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে, সামরিক ছাউনিতে। এবারও বিএনপি সংসদে এসে সংসদকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। তারা সংসদে এসে অপ্রাসঙ্গিকভাবে মিথ্যাচার করে সংসদকে উত্তপ্ত ও অকার্যকর করার চেষ্টা করছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর