জনগণ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 15:55:30

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশে তৃণমূল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজন ছিল এবং বর্ণিল এই উৎসবে সর্বস্তরের জনগণও দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে’

সোমবার (২৪ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাসব্যাপী চলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই অনুষ্ঠানের পরেই আসবে আমাদের সেই মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি।’

সেতুমন্ত্রী বলেন, ‘একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। এটাই বঙ্গবন্ধুর শিক্ষা। এ শিক্ষাই আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার কাছ থেকেও পেয়েছি।’

তিনি বলেন, ‘সততা আর আদর্শ, যে আদর্শ সাহসের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, সেই আদর্শের পথ ধরেই আজ এগিয়ে চলছেন, উন্নয়নের মহাসড়কে সময়ের সাহসী কাণ্ডারি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অগ্নিবীণা জননেত্রী শেখ হাসিনা।’

এসময় দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের শপথ গ্রহণের আহ্বান জানান দলীয় সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘অনেকে বলেছে আওয়ামী লীগ হারিয়ে যাবে। কিন্তু সেটা হয়নি।’

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বক্তব্য দিয়েছেন অধ্যাপক ড. মুনতাসির মামুন, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মহানগর আওয়ামী লীগ (উত্তর) সভাপতি কে এম রহমত উল্লাহ, মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সভাপতি হাজী হাসনাত আবদুল্লাহ। সমাবেশটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর