আইন বাস্তবায়ন হলে ঋণখেলাপি হতো না: খন্দকার মোশাররফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 21:40:42

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আইন বাস্তবায়ন করলে ৫১ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হতো না। এই খেলাপিদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা গ্রহণ করে এটা আমরা দেখতে চাই।’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে '২৩ জুন পলাশী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'পার্লামেন্টে ৩০০ ঋণ খেলাপির নাম উত্থাপন করা হয়েছে যাদের ঋণের পরিমাণ ৫১ হাজার কোটি টাকা। ব্যাংকের যদি শৃঙ্খলা থাকত, দলীয়করণ না করা হতো, কৌশল করে দখল করে সেখানে যদি আওয়ামী লীগের নেতাদের বসানো না হতো তাহলে ঋণ খেলাপি হওয়ার কথা না। ঋণ যদি পরিশোধ না করতে পারেন, পরের বছর কী করবেন সেটাও কিন্তু আইনে বলা আছে। কেন এগুলো (আইন) বাস্তবায়ন করা হলো না?

তিনি আরও বলেন, এগুলো জনগণের টাকা। কৌশল করে এই টাকা বিদেশে পাচার করা হচ্ছে। জনগণের পকেট খালি করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে সরকার কী করেন আমরা তা দেখতে চাই।’

মোশাররফ বলেন, ‘আসলে সরকারতো তাদের দ্বারা প্রতিষ্ঠিত। অর্থমন্ত্রী দেশের ১০ ধনীর মধ্যে একজন। অতএব বাজেটেতো তাদের স্বার্থই দেখবে। আমরা দেখতে চাই তাদের বিরুদ্ধে কী করা হয়। এখানে শুধু আওয়ামী লীগের নেতাদের পকেটের উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের কালো টাকা সাদা করার জন্য বাজেটে সুযোগ দেওয়া হয়েছে। এটা একটা অস্বাভাবিক বাজেট। অস্বাভাবিক সরকারের অস্বাভাবিক বাজেট।’

‘সুবিধাভোগীদের নিয়েই এই পার্লামেন্ট। ৩৫ জন সিনিয়র নেতাদের বাদ দিয়ে জুনিয়রদের দিয়ে সরকার মন্ত্রিসভা গঠন করেছে। এরাই সুবিধাভোগী। এদের মাধ্যমেই সরকার ও পার্লামেন্ট গঠিত।’

সরকারের সমালোচনা করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, ‘মানুষ বলে পরের ধনে পোদ্দারি, কিন্তু এই সরকার ঋণ ধনে পোদ্দারি করছে।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর