খালেদাকে মুক্তি দিয়ে একটি ভালো কাজ করুন, সরকারকে দুদু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:10:52

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি ভালো কাজ করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, 'সরকার যদি বেগম খালেদা জিয়ার মুক্তি ও জামিনের পথে বাধা না হয় তাহলে তিনি মুক্তি পাবেন।'

মঙ্গলবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গরিবের বাজেট চাই' শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন'-এর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, 'বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন না, এটা আরেকবার প্রমাণ হলো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরশুদিন বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি ‌কোর্ট জামিন দেয় তাহলে সরকারের আপত্তি থাকবে না। তাহলে ধরে নেওয়া যায়, এতদিন সরকারের আপত্তির কারণেই কোর্ট তাকে জামিন দেয়নি।'

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশে কৃষক দলের এই আহ্বায়ক বলেন, 'খালেদা জিয়াকে মুক্তি দিন, আর তাকে মুক্তি দিয়ে আপনারা যে এত খারাপ কাজ করেছেন, তার মধ্যে একটি ভালো কাজ করুন। খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়া হলে দেশবাসী এটাকে আপনাদের অনেক খারাপ কাজের মাঝে একটা ভালো কাজ বলে মনে করবে।'

তিনি বলেন, 'সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টের বিচারপতিদের আমি দোষারোপ করব না। বর্তমান পরিস্থিতির কারণেই বেগম জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।'

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, 'যে বাজেট দেয়া হয়েছে তা পুরোটাই বড়লোকের, গ‌রি‌ব-সাধারণ মানু‌ষের না। কিছুদিন আগেও কৃষক ধান ক্ষেতে আগুন দিয়েছে, দাম না পাওয়ার কারণে। ধানের উৎপাদনে যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা খরচ, সেখানে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে। অথচ বাজেটে কৃষকের জন্য কোন ছাড় দেওয়া হয়নি । ছাড় দেওয়া হ‌য়ে‌ছে যারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছেন তাদের জন্য। সরকার ও দেশের জনগণকে যারা বাঁচিয়ে রেখেছেন সেই কৃষক-শ্রমিকদের নিয়ে বাজেটে কোন সুনির্দিষ্ট কথা নেই।'

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, আয়োজক সংগঠনের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর