বিএনপির আরও নেতাকর্মীদের গ্রেফতার করা হবে: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 18:59:42

আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের মর্জি ও প্রয়োজন মাফিক নানা মিথ্যা কাহিনী রচনা করে বিএনপির আরও অনেক নেতাকর্মীকে গ্রেফতার করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা, নিজেদের মর্জি ও প্রয়োজন মাফিক নানা মিথ্যা কাহিনী রচনা করে বিএনপির আরও অনেক নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করবে।'

তিনি বলেন, 'ক্ষমতাসীনদের বলতে চাই, পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। সংগ্রামী দেশবাসীর মিলিত মিছিল সরকার পতনের দিকে ধেয়ে আসছে। মধ্যরাতের নির্বাচনের পরেও সরকারের ভেতর থেকে শঙ্কা দূরীভূত হচ্ছে না।'

ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, 'সুষ্ঠু ও সর্বজনমান্য নির্বাচনকে পাথর চাপা দেয়ার পরেও তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে না। তাই ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্বৃত্তপনার কোন শেষ নেই। বিশ্বব্যাপী পরিত্যক্ত ইভিএম পদ্ধতি নিয়ে সরকার আবারও ব্যস্ত হয়ে পড়েছে। তার প্রমাণ বগুড়ায় আসন্ন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। ভোটাররা এই ইভিএম প্রক্রিয়ার জটিলতায় বেশি ভোট দিতে সক্ষম হয় না।'

সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'ইভিএম নিয়ে সরকারের আগ্রহের আরেকটি মূল কারণ হচ্ছে এই মেশিন ক্রয়ে ব্যাপক দুর্নীতির সুযোগ দিয়ে কিছু ব্যক্তিকে লাভবান করা। একটি ইভিএম মেশিনের দাম ৪০ হাজার টাকার মতো পড়ে, অথচ নির্বাচন কমিশন সেই মেশিন কিনছে দুই লক্ষ টাকায়। অর্থাৎ কৌশলে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘুষ দিয়ে মিডনাইট নির্বাচনকে সফল করা।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর