সোহেল তাজের ভাগ্নে নিখোঁজ না অপহৃত?

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:52:40

ছয়দিন আগে নিখোঁজ হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) অপহৃত হয়েছেন বলে জানা গেছে। তবে তিনি অপহৃত কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ বলছে, বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তাকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু তাকে অপহরণ করা হয়েছে কিনা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না।

শনিবার (১৫ জুন) সোহেল তাজের ভাগ্নের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভুঁইয়া বার্তা২৪.কমকে বলেন, ‘একটি আইটি কোম্পানিতে নিয়োগ হয়েছে তার (সৈয়দ ইফতেখার আলম)। এমন খবরে ওই কোম্পানিতে যোগদানের জন্য চট্টগ্রামে আসে সৌরভ। পরে তাকে ফোন করে চট্টগ্রামের এফমি প্লাজার সামনে সিভি নিয়ে আসতে বলা হয়। ৯জুন (রোববার) সেখানে আসার পরে তার আর খোঁজ মেলেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।’

এদিকে, সৌরভের বাবা ইদ্রিস হোসেন বাদী হয়ে সোমবার (১০ জুন) পাঁচলাইশ থানায় একটি জিডি দায়ের করেছেন। জিডিতে তিনি সৌরভকে অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: সোহেল তাজের ভাগিনা সৌরভ অপহৃত

সৌরভকে উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার বিজয় বসাক বার্তা২৪.কমকে বলেন, ‘সৌরভ নিখোঁজ নাকি অপহৃত হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। পুলিশ তাকে উদ্ধারে একাধিক বিষয় মাথায় রেখে তদন্ত করছে। আমরা প্রযুক্তির সাহায্যে কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেছি। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

গত শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সোহেল তাজ এক পোস্টে তার ভাগ্নেকে অপহরণের করা হয়েছে বলে অভিযোগ করেন।

ভাগ্নের ছবিসহ ফেসবুকে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগ্নে), সৈয়দ ইফতেখার আলম প্রকাশকে (সৌরভ) গত রোববার (৯ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে, অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’

এ সম্পর্কিত আরও খবর