বাজেট নিয়ে হতাশার কিছু নেই: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 15:55:22

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজেট নিয়ে হতাশার কিছু নেই। জনগণের প্রত্যাশা পূরণে এ বাজেট অনন্য সাধারণ দলিল।

শনিবার (১৫ জুন) সকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া দেন সাধারণ সম্পাদক।

বাজেট নিয়ে কিছু মহলের নেতিবাচক সমালোচনার জবাবে কাদের বলেন, বাজেটে কোথাও নেগেটিভ কোনো বিষয় নেই। এটা জনবান্ধব পজেটিভ বাজেট।

বাজেট নেগেটিভ তাদের দৃষ্টিতে যাদের দৃষ্টিতে শেখ হাসিনা সরকার 'যারে দেখতে নারি, তার চলন বাঁকা'। এ বাজেট নিয়ে বিরুপ মন্তব্য ও বিদ্বেষমূলক কথা বলছেন  তারা যারা আওয়ামী বিদ্বেষী। মনগড়া ব্যাখ্যা দিলে চলবে না, যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে।

বাজেট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১০ বছর ধরে বিএনপি প্রত্যেকটা বাজেট সম্পর্কে এ ধরনের মনোভাব দেখিয়েছে কিন্তু প্রতিটা বাজেটেই বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হচ্ছে।  বাজেট নিয়ে তাদের বিরূপ সমালোচনা মনগড়া বক্তব্য গতানুগতিক। এটা তাদের নেগেটিভ রাজনীতি, নেগেটিভ মানসিকতারই প্রতিফলন।

প্রান্তিক জনগোষ্ঠী, অদম্য তারুণ্য, প্রতিবন্ধীসহ অনগ্রসর মানুষের কাছে এ বাজেট পৌঁছে গেছে। তাদের স্বপ্ন পূরণেই এ বাজেট।

সরকার বাজেট বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়ন সবসময় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। বাজেট বাস্তবায়নে শেখ হাসিনার সরকারের নতুন মন্ত্রিসভা নতুন স্পিরিট নিয়ে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পদাক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর