জনগণের নয়, কয়েকটা গ্রুপের সুবিধার বাজেট: রেজা কিবরিয়া

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:12:26

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, 'এটা জনগণের বাজেট না, এটা কয়েকটা গ্রুপের, কয়েকটা গোষ্ঠীর, তাদের সুবিধার জন্য এই বাজেট করা হয়েছে।'

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোবাইল ফোনে বার্তা২৪.কম এর কাছে এসব কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, 'দেশের অর্থনীতির উপরে বিরাট একটা হুমকি আছে। ব‍্যাংকিং খাতের অবস্থা খুবই খারাপ। সরকার যে সেটা বুঝেছে, এই বাজেটে সেটার কোনো লক্ষণ নেই।'

একই বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, 'এটা উচ্চাভিলাসী, ঋণখেলাপিবান্ধব বাজেট। দেশে কিছু ধনী পরিবার আছে, তাদেরকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই বাজেট করা হয়েছে। ক্ষমতায় থাকার জন্য বাজেট প্রণয়নের নামে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা।'

এর আগে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু তিনি অসুস্থ থাকায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও খবর