'বিএসএমএমইউ'র চিকিৎসায় সন্তুষ্ট খালেদা'

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 02:21:50

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. এ কে মাহবুবুল হক।

তিনি বলেন, 'খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন, খাবার খাচ্ছেন, রোজা রাখছেন, তিনি সন্তুষ্ট। গত দুই মাসে চিকিৎসকের সঙ্গে সদা হাস্যোজ্জ্বল ছিলেন তিনি। আমাদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন। আমাদেরকে কখনো বলেননি যে, তিনি অসন্তুষ্ট।'

বুধবার (২৯ মে) দুপুরে বঙ্গবন্ধু বিএসএমএমইউ'র কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ পরিচালক বলেন, 'তিনি ১ এপ্রিল এখানে ভর্তি হন। শারীরিক অবস্থা আগের থেকে অনেক উন্নতি হয়েছে, ভালো আছেন। গ্রাজুয়ালি ইমপ্রুভিং। ক্রনিক সমস্যা আস্তে আস্তে ভালো হবে। মুখে জিহ্বা গা-ফাংগাল হয়েছিল, ৯০ ভাগ ইমপ্রুভ হয়েছে। স্বাভাবিক খাবার খাচ্ছেন।'

কর্তৃপক্ষের সাথে কথা না বলে মনগড়া সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া সুস্থ হলে কবে নাগাদ রিলিজ পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কারাকর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানায়নি। কারাগারে নেওয়ার ব্যাপারে কেউ যোগাযোগ করেনি। কারাগারে ফিরে যাওয়ার ব্যাপারে উনি সিদ্ধান্ত নেবেন।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা জানিয়ে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. জিলান মিয়া সরকার বলেন, 'তিনি সুস্থ আছেন, পুরোপুরি সুস্থ আছেন।'

উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এ সম্পর্কিত আরও খবর