রমজান আমাদের জন্য কষ্টের মাস: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 15:32:45

রমজান মাস ও দলীয় নেতাদের বিষয়ে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই মাস সবদিক দিয়ে কষ্টের মাস। সবসময় আমরা পালন করি সিয়ামের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এক যুগ ধরে আমাদেরকে আরও বেশি পরীক্ষা করছে। আমাদের থাকতে হচ্ছে কখন জেলখানায় কখনও বা তার চেয়ে কষ্টের জায়গায়।'

রোববার (২৬ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'এমন একটি নির্বাচন হয়ে গেল। যে নির্বাচন সমস্ত আশাকে ধূলিসাৎ করে দিয়েছে। অবৈধভাবে আগের রাতে চুরি করে গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা বন্দুকের জোরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গণতন্ত্রের নাম করে জনগণের ওপর চেপে বসেছে।'

মির্জা ফখরুল বলেন, 'গোটা জাতি অস্থিতিশীল, অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দল ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই বাকশালকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তারা সব সময় শুধু সংবিধানের দোহায় দেয়। কোন সংবিধান এটা কী ৭২ সালের সংবিধান? একদিকে গণতন্ত্রের কথা বলে তারাই অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করে। একদিকে সংবিধানের কথা বলে তারাই ভঙ্গ করে। আজকে তেমনিভাবে সংবিধানকে ভঙ্গ করে দেশনেত্রীকে আটক রাখা হয়েছে। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত সেখানেও মানুষ এখন আর ভরসা রাখতে পারছেন না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আদালতেও আজ দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করা হয়েছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'সর্বক্ষেত্রে লুটপাট আর নৈরাজ্য চলছে। কোন জবাবদিহিতা নেই। কে কার কথা শুনবে? মা বাবাতো নেই। কারণ বর্তমানে মানুষের বেঁচে থাকার অধিকার নেই, গণতন্ত্র নেই।'

ঈদে ঘরে ফেরা মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিটি ঈদের আগে সরকারের পক্ষ থেকে বলা হয় এবারে দুর্ভোগ হবে না। গতকালও এজন্য নাকি নতুন একটি ট্রেন উদ্বোধন করা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যাত্রীরা বলছেন- তারা টিকিট পাচ্ছে না। সাধারণ যাত্রীরা টিকিট কেনার আগেই অর্ধেক টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। অনলাইনে টিকিটের জন্য ঢোকা যাচ্ছে না। সর্বক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে।'

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাম মাওলা রনি, লেবার পার্টির প্রেসিডিয়াম সদস্য ফারুক রহমানসহ লেবার পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর