বিএনপি নেতাদের কথায় খালেদা জিয়াই উষ্মা প্রকাশ করবেন!

আওয়ামী লীগ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 18:35:13

খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিএনপি তাঁর চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা যেভাবে তাঁকে অসুস্থ বলছে, আমার ধারণা খালেদা জিয়া নিজেও এ বিষয়ে জানতে পারলে উষ্মা প্রকাশ করবেন। তিনি বলবেন, তোমরা আমাকে এভাবে অসুস্থ বানাচ্ছ কেন?’

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘দেশের সর্বোচ্চ যে চিকিৎসা, সেটাই খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে। কারাগারে তাঁকে দেখাশোনার জন্য একজন নার্স, একজন ফিজিওথেরাপিস্ট সার্বক্ষণিক থাকেন। একজন ডাক্তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন।

‘এছাড়া তাঁর ব্যক্তিগত ডাক্তাররাও মাঝে মাঝে এসে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে একজন গৃহপরিচারিকা রাখা হয়েছে। ভারতীয় উপমহাদেশে এমন নজীর আছে কিনা আমার জানা নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে খালেদা জিয়া জিহ্বায় কামড় খেয়েছিলেন। এ কারণে ঘাঁ হয়ে যাওয়ায় ঠিকমতো খেতে পারছিলেন না। জিহ্বায় কামড় আমাদেরও পড়ে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টে ঐক্য নেই, অনেকে বেরিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় তারা জাতীয় ঐক্য গঠন করবে কিভাবে? আগে নিজেদের ঐক্য ঠিক করুক।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে সংবাদপত্রের সংখ্যা অনেক বেড়েছে, অনলাইনেরও বিকাশ ঘটেছে। দেশে সাড়ে তিন হাজারের মতো অনলাইন রয়েছে। দ্রুত বিকাশের পাশাপাশি কিছু সমস্যাও সৃষ্টি হচ্ছে। সহসা নিবন্ধনের আওতায় আনা হবে। অনেকে অনলাইন খুলে বসছে, এভাবে চলা উচিত না।’

‘সম্প্রচার নীতিমালা করা হয়েছে, এখন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন হলে গণমাধ্যমে শৃঙ্খলা চলে আসবে।’

বৈঠকে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ শাহজালাল (সম্পাদক, দৈনিক ভোরের আওয়াজ) ও সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীও (সম্পাদক, জাতীয় অর্থনীতি) বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর