আ'লীগে সুযোগ সন্ধানীদের স্থান নেই: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 05:08:15

সুযোগ সন্ধানীদের আওয়ামী লীগের কোথাও স্থান নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কাউন্সিলে দলের তৃণমূল থেকে ত্যাগী পরীক্ষিত নেতাদের নেতৃত্বে এনে মূল্যায়ন করা হবে বলেও আভাস দেন তিনি।

শুক্রবার (২৪ মে) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে সুবিধাবাদীরা প্রবেশ করছে কিনা বিষয়ে জানতে চাইল কাদের বলেন, 'এসব সুবিধাবাদীদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সুযোগ সন্ধানীরা চিরদিন এটা করে থাকে। আমাদের দলের সিদ্ধান্ত পরিষ্কার, পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের সংগঠন তৃণমূল থেকে নেতৃত্বে আনা হবে। কোন খানে কোনো সুযোগ সন্ধানীর স্থান হবে না।'

সভায় আলোচনার বিষয়ে কাদের বলেন, 'সম্পাদক মণ্ডলীর সভা মুজিব বর্ষ পালন ও আগামী অক্টোবরে দলের জাতীয় সম্মেলন ঘিরে আওয়ামী লীগের সাংগঠনিক সফরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ঈদের পরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, 'মুজিববর্ষের কর্মসূচি মোটাদাগে পালনের কর্মসূচি নেয়া হয়েছে; আর আমাদের জাতীয় সম্মেলন সারাদেশে তৃণমূল পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। এসব বিষয়ে আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিয়েছেন।'

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

এ সম্পর্কিত আরও খবর