ধান‌ক্ষেতে আগুন বাংলা‌দে‌শের নয়, ভার‌তের: হানিফ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:00:31

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ ব‌লে‌ছেন, ‘ধান‌ক্ষে‌তে আগুন বাংলা‌দে‌শের কোনো ঘটনা নয়। ভার‌তের পাঞ্জা‌বের এক‌টি গম ক্ষে‌তের আগুন‌কে ফেসবু‌কে পোস্ট ক‌রে ‌ছ‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।’

বৃহস্প‌তিবার (২৩ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভি‌নিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শেখ হা‌সিনার স্ব‌দেশ প্রত্যাবর্তন ও নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলা‌দেশ: শেখ হা‌সিনার অবদান’ শীর্ষক সে‌মিনা‌রে তি‌নি এসব কথা ব‌লেন।

হানিফ বলেন, ‘বিএন‌পি জামা‌তের ষড়যন্ত্র এখ‌নো থা‌মে‌নি। সু‌যোগ পে‌লেই তারা ষড়য‌ন্ত্রে লিপ্ত হ‌চ্ছে। বর্তমা‌নে তারা ধান নি‌য়ে ষড়যন্ত্র কর‌ছে। আর জুট‌মিল শ্র‌মিক‌দের ‌কীভা‌বে খুলনার একজন ‌বিএন‌পি নেতা উস্কানি দি‌য়ে‌ছে তা আপনা‌দের জানা।’

তিনি আরও ব‌লেন, ‘ধান‌ক্ষে‌তে আগুন লাগার ঘটনা যারা ছ‌ড়ি‌য়ে‌ছে এবং পাটকল শ্র‌মিক‌দের যারা উস্কানি দি‌য়ে‌ছে, তা‌দের গ্রেফতার ক‌রে অবিল‌ম্বে শা‌স্তির ব্যবস্থা কর‌তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর প্র‌তি আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘আমা‌দের সমা‌জে কিছু কিছু মানু‌ষের এত অধপতন ঘ‌টে‌ছে যে তারা হিতা‌হিত জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে‌ছে। এক‌টি প্রক‌ল্পের বা‌লিশ কিন‌তে দুর্নী‌তি, আবার সেই বা‌লিশ উপ‌রে তুলতে দুর্নী‌তি। মানু‌ষের ম‌ধ্যে নী‌তি নৈ‌তিকতা এবং সততার অভা‌বে এসব ঘটনা ঘ‌ট‌ছে। এসব লো‌কেরা ঘর থে‌কে শিক্ষা পায়‌নি। ঘ‌রের শিক্ষা থাক‌লে এ ধর‌নের দুর্নী‌তি তারা কর‌তে পার‌তো না।’

বঙ্গবন্ধু ও শেখ হা‌সিনার আদ‌র্শে মা‌য়ে‌দের শিক্ষার মাধ্য‌মে আগামী‌তে বাংলা‌দে‌শে নতুন এক‌টি প্রজন্ম গ‌ড়ে উঠ‌বে বলে আশা ব্যক্ত করেন তিনি।

হানিফ ব‌লেন, ‘শেখ হা‌সিনার বাংলা‌দে‌শে নারীরা অনেক দূর এগি‌য়ে গে‌ছে। আমাদের দে‌শে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, ‌স্পিকার নারী, উপ‌নেতা নারী। এখন শুধু বা‌কি আছে রাষ্ট্রপ‌তি পদটা। সেটাও দা‌বি কর‌ছেন আজ‌কের নারীরা।’

সুলতানা স‌ফির সভাপ‌তিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লী‌গের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সু‌জিত রায় নন্দী, বি‌শিষ্ঠ শিক্ষা‌বিদ শ্যামলী নাস‌রিন চৌধুরী, সা‌বেক নারী ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী মে‌হের আফ‌রোজ চুম‌কি, আওয়ামী লী‌গের নেত্রী জা‌কিয়া হাসান, ফ‌জিলাতুন‌ন্নেসা ইন্দিরা, যুব ম‌হিলা লী‌গের সভপা‌তি নাজমা আক্তার, আওয়ামী লী‌গের নেত্রী সা‌হেদা তা‌রেক দিপ্তী, সা‌বেরা বেগম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর