ধান কাটলেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:27:13

ঘোষণা দেওয়ার একদিন পর কৃষকদের ধান কাটতে মাঠে নেমেছেন ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ঢাকার পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে সিরাজদিখান থানার নিমতলি এলাকায় তারা ধান কাটেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীসহ মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল অংশ নেন। ধান কাটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ সময় তিনি জানান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির ফয়সাল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শোভনকে ফোন করেছিলেন যে, সিরাজদিখান থানার নিমতলির কৃষক হাসেম ব্যাপারী ধান কাটবেন। এরপর দুপুরের দিকে কৃষক হাসেম ব্যাপারীর ধান কাটার সহযোগিতা করতে সেখানে যান তারা। জয় বাংলা শ্লোগান দিয়ে ধান কাটতে শুরু করেন।

এ সময় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘হতদরিদ্র কৃষক হাসেম আলী, টাকার অভাবে ধান কাটতে না পারার কথাটি জেলা ছাত্রলীগের সভাপতি জানায়। তাই আমরা তার ধান কাটতে এসেছি। তার এই এক বিঘা জমির ধান কাটব।’

সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃষকদের ধান কাটায় সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সকল ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি, তোমরা যার যে এলাকায় আছো, সেখানকার কৃষকদের ধান কাটাতে সহায়তা করার নির্দেশ দিচ্ছি।’

এরপর গোলাম রাব্বানী বলেন, ‘কৃষকরা ধানের ন্যায্য মূল পাচ্ছে না। আমাদের দাবি হচ্ছে, জেলা প্রশাসক- ইউএনওসহ সংশ্লিষ্টদের কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য যে নির্দেশনা দিয়েছে সরকার, সে অনুযায়ী প্রত্যক ইউনিয়নে গিয়ে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রম করবেন। প্রান্তিক কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে জন্য ধান কেনার সময় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন।’

তিনি আরও বলেন, ‘প্রান্তিক কৃষকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন করে দেবেন। ছাত্রলীগ চাইলেই এই কাজটি করতে পারে। মধ্যস্বতভোগীদের কারণে আমাদের কৃষক ভাইয়ের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের এই দৌরাত্ম্য কমাতে পারে একমাত্র ছাত্রলীগ।’

এ সম্পর্কিত আরও খবর