আ'লীগ কর্মীদের ডেটাবেজ তৈরি শুরু ঈদের পর

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 06:19:35

আসন্ন ঈদ-উল ফিতরের পর দলের বিভিন্ন ইউনিটের দফতর সম্পাদকদের নিয়ে বৈঠক করে নেতাকর্মীদের ডিজিটাল ডেটাবেজ তৈরির কাজ শুরু করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ তথ্য জানান।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের একটি ডিজিটাল ডেটাবেজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করার জন্য সজীব ওয়াজেদ জয় দিকনির্দেশনা দিয়েছেন।’

তিনি জানান, ঈদের পর দলের সব ইউনিটের দফতর সম্পাদকদের নিয়ে দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৈঠক করবেন। দফতর সম্পাদকদের মাধ্যমে দলের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্য দিয়ে ডেটাবেজ তৈরি করা হবে।

হানিফ বলেন, ‘দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ অক্টোবরে শেষ হবে। সেই বিষয়টিকে মাথায় রেখেই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই আটটি সাব কমিটি গঠন করা হয়েছে।’

তিনি বলেন, 'আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে তৃণমূলকে ঢেলে সাজানোর মধ্যে দিয়ে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত করতে পারব। পাশাপাশি যে সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের মেয়াদ শেষ বা উত্তীর্ণ হয়েছে, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জাতীয় কাউন্সিল আগে সংগঠনকে ঢেলে সাজাতে পারে।'

১৭ মে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

দিবসটি পালনের জন্য সারাদেশের জেলা-উপজেলার কমিটিসহ সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংঠনগুলো ৩১ মে পর্যন্ত দিবসটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করবে। এসব অনুষ্ঠানে শেখ হাসিনার কর্মময় জীবন নিয়ে দলের নেতাকর্মীরা আলোচনা করবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর