একদিকে শুভেচ্ছা, অন্যদিকে ক্ষোভ

আওয়ামী লীগ, রাজনীতি

ইমরান হোসাইন, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:00:42

ঘোষিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। কমিটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক। পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা বিরাজ করছে।

নতুন এই কেন্দ্রীয় কমিটি নিয়ে সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষও হয়। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন নেতাকর্মী।

অন্যদিকে নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন অনেক কর্মী। নতুন নেতাদের শুভেচ্ছা জানানোর ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যদিও নতুন কমিটির সমালোচনা করে প্রতিবাদ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

একদিকে ফুলের শুভেচ্ছা, অন্যদিকে বঞ্চিতদের ক্ষোভ
পদপ্রাপ্তদের হামলায় আহত পদবঞ্চিত এক কর্মী ঢামেকে চিকিৎসাধীন

 

সোমবার বিকারে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরই সন্ধ্যায় মধুর ক্যানটিনে জড়ো হতে থাকেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সেখানে ‘অযোগ্যদের’ কমিটি থেকে বাদ এবং যোগ্যতার ভিত্তিতে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলনের ডাক দেন তারা। বঞ্চিতদের নেতৃত্বে ছিলেন সায়ফুদ্দিন বাবু, সাহেদ খান, তানভীর হাসান সৈকত, বিএম লিপি আকতার, শ্রাবনী শায়লা, তিলোত্তমা শিকদার প্রমুখ।

কিন্তু শেষমেশ সংবাদ সম্মেলন করতে পারেননি তারা। সদ্য পদ পাওয়া কয়েক নেতা ও তাদের সমর্থকদের প্রতিরোধে ব্যর্থ হন তারা। 

পদ বঞ্চিতদের অভিযোগ, সংবাদ সম্মেলন চলাবস্থায় কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙ্গে দাও, শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ এমন স্লোগান দেয়। তাদের উপর চেয়ার, বোতল নিক্ষেপ শুরু করে।

এতে আহত হন রোকেয়া হলের শ্রাবনী দিশা সহ বেশ কয়েকজন নেতাকর্মী। গুরুতর আহত হন রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবনী শায়লা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

মারামারির রেশ কাটতে না কাটতেই সদ্য পদ পাওয়া নেতাদের ফুল দিয়ে স্বাগত জানানো শুরু হয়। মধুর ক্যানটিনে এসে নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন হল থেকে আসা কর্মীদের ফটোসেশন করতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর